সমীরণ পাল, বারাসাত: আগুন লেগে পুড়ে ছারখার হয়ে গেল একটি দোকান সহ চারটি বাড়ি। ঘটনা হাসনাবাদ (Hasnabad Fire) স্টেশন সংলগ্ন বস্তিতে। সব হারিয়ে পথে একাধিক পরিবার।

  


আগুন লাগায় ছারখার: হাসনাবাদ স্টেশন সংলগ্ন একটি বস্তিতে শনিবার গভীর রাতে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে যায় বস্তি এলাকায়। বস্তিতে থাকা চারটি বাড়ি ও একটি দোকান ঘর মুহূর্তের মধ্যে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন পৌঁছয়। এলাকার বাসিন্দাদের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়। তবে ততক্ষণে সব শেষ। আগুন লাগার সঠিক কারণ এখনও জানতে পারেনি দমকলের কর্মীরা। আগুন লাগার পর একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোৎম হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। আরও একটি গ্যাস সিলিন্ডার পুকুরের জলে ছুড়ে ফেলে দেয় উদ্ধারকারীরা। ঘরের মধ্যে থাকা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড কিছুই উদ্ধার করতে পারিনি তারা।


ঠিক এক মাস আগে ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন ঝুপড়ি এলাকায় আগুন লাগে। তাতে একসঙ্গে পুড়ে ছাই হয়ে যায় ২০ টি ঝুপড়ি। প্রায় দেড় ঘণ্টা ধরে লাগাতার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। দুপুর ১টা নাগাদ ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন বাবুবাগান ঝুপড়ি এলাকায় আগুন লাগে। ঝুপড়িগুলিতে কাঠ, কয়লার মতো দাহ্য় পদার্থ মজুত থাকাতে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এর মাঝে সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আরও ভয়াবহ আকার ধারণ করে পরিস্থিতি। যদিও ঘটনায় নিহত হওয়ার কোনও খবর মেলেনি। ঘটনায় দমকল এবং পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে স্থানীয় বাসিন্দারা।


গতকাল হলদিয়ার দুর্গাচকে সুপার মার্কেটের সামনে বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় রাস্তার ধারের ৮-১০টি দোকান। শুক্রবার রাত ১টা নাগাদ বন্ধ সুপার মার্কেটের সামনে রাস্তার একটি দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। আশপাশের কারখানার কর্মীরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের চারটি ইঞ্জিনের ঘণ্টাতিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Suvendu Adhikari: ‘এই ভোটের পরই আর থাকবে না, পিসি-ভাইপোকে ডকে তুলে দেব’, ফের ডেডলাইন শুভেন্দুর