কলকাতা: ভোটের মুখে (Lok Sabha Election 2024) রাজ্যে আরও এক মামলায় সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ হাইকোর্টের (Calcutta High Court)। এবার সন্দেশখালিতে সন্ত্রাসের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের।


জমি দখল করে ভেড়ি ও ধর্ষণের অভিযোগের তদন্ত করবে সিবিআই। আদালতের নজরদারিতে তদন্ত করবে সিবিআই।'স্পর্শকাতর এলাকায় ১৫ দিনের মধ্যে সিসিটিভি, এলইডি আলো বসাতে হবে। সন্দেশখালির ঘটনায় সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে। যে কোনও পদমর্যাদার ব্যক্তিকে তদন্তের স্বার্থে তলব করতে পারবে সিবিআই, জানিয়ে দিল আদালত। ২ মে পরবর্তী শুনানি, সেদিন রিপোর্ট দেবে সিবিআই।


যখন কোনও মামলার ভার সিবিআই-কে দেওয়া হয়, তখন অর্থাৎ তদন্তকারী সংস্থা বদল করা হয়, সেই সময় এটা ধরেই নিতে হবে, পূর্বতম তদন্তকারী সংস্থার উপরে আস্থা আদালত হারিয়েছে।  এবং সেই কারণেই তাঁরা মনে করছেন যে, মামলার ভার অন্য় কোনও সংস্থাকে দেওয়া প্রয়োজন। অর্থাৎ এই ক্ষেত্রেও রাজ্য পুলিশের হাত থেকে নিয়ে সিবিআই-কে দেওয়া হয়েছে।


অর্থাৎ কোথাও কি আদালত মনে করছে, গোটা মামলার ক্ষেত্রে যে ধরণের অভিযোগ উঠে আসছে, পুলিশের বিরুদ্ধে যে ধরণের অভিযোগ উঠে আসছে, কার্যত দীর্ঘ দিন ধরে তাঁরা দর্শকের ভূমিকা পালন করেছেন। গোটা ঘটনার আগে এবং পরে কার্যত কোথাও তাঁরা কিছু করেননি বেল অভিযোগ।ফলত এই অভিযোগের ভিত্তিতে প্রধান বিচারপতি মনে করেছেন যে, এই মামলার ভার সিবিআই-কে দেওয়া প্রয়োজন।


আরও পড়ুন, এই ভোট সন্দেশখালিকাণ্ডে দায়ীদের শাস্তি দেওয়ার ভোট : অমিত শাহ


সন্দেশখালিতে ফিরেছে রক্তাক্ত স্মৃতি।এবার রক্ত ঝরেছে পুলিশের এক কনস্টেবলের।সন্দেশখালির শীতুলিয়ায় পুলিশ ক্যাম্পে ঢুকে মারধর করা হয় এই কনস্টেবলকে। মাথা ফেটে গেছে তাঁরা।রেশন বণ্টন দুর্নীতির তদন্তে সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে রক্তাক্ত ও জখম হন ED-র আধিকারিকরা। আক্রান্ত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।এরপর থেকে দফায় দফায় উত্তপ্ত হয় সন্দেশখালি। প্রতিবাদে পথে নামেন গ্রামবাসীদের একাংশ। এরপর, তৃণমূলের ব্লক সভাপতি শেখ শাহজাহান, তাঁর সঙ্গী শিবু হাজরা-উত্তম সর্দারদের গ্রেফতারির পর, আন্দোলন কিছুটা স্তিমিত হয়। ছন্দে ফেরে সন্দেশখালি। শুরু হয় ভোট-প্রচারও। কিন্তু, এর মধ্যেই এবার আক্রান্ত হলেন একজন পুলিশ কনস্টেবল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)