সন্দেশখালি : সোমবার বিকেলেও পুলিশি অভিযানে ফের রণক্ষেত্র হয়ে উঠল সন্দেশখালি। সোমবার বিকেলে হঠাৎ ভুঁইয়াপাড়ায় বিজেপি কর্মী অময় ভুঁইয়ার বাড়িতে হানা দেয় পুলিশ। বাধা দেন বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা। এরপরই জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করে পুলিশ। সবমিলিয়ে সোমবার বিকেলে রণক্ষেত্র হয়ে ওঠে সন্দেশখালি। 


অন্যদিকে মঙ্গলবার ভোট শুরু হলেই দেখা যায়, বসিরহাট কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল। তারপরই সন্দেশখালি থানার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি অভিযোগ করেন, রাজ্যের পুলিশ, সন্দেশখালি থানার পুলিশ, তাঁঁকে হুমকি দিচ্ছে।  বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে। রেখার অভিযোগ, রেজাল্ট বেরোলে পরিবারের লোকদের পুড়িয়ে মারব বলে হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, বাড়ির বাচ্চা, বয়স্কদের হাত পা বেঁধে পুড়িয়ে দেওয়া হবে।  


শনিবার শেষ দফার ভোট চালকালীনই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির একাধিক এলাকা। গ্রামবাসীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে পুলিশের।ভোটের দিন অশান্তির ঘটনায় পাঁচ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পাল্টা পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় দেখে ধরপাকড়ের অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ।


বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট মিটতেই সন্দেশখালিতে ফেরানো হয় ১১৪ ধারা। রবিবার সকাল ৬টা থেকে সরবেড়িয়া-আগারহাটি, বয়ারমারি ১, বয়ারমারি ২ ও হাটগাছি, এই চারটি গ্রাম পঞ্চায়েতের ১৭টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়। মঙ্গলবার ভোটের ফল ঘোষণার দিন সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি করা হয়েছিল।  সন্দেশখালির ন্যাজাট থানা এলাকার বিভিন্ন জায়গায় গতকাল ভোটের দিন লাগাতার অশান্তির ঘটনা ঘটে। ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 


এরপর ফের রবিবারও পুলিশি অভিযান ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে সন্দেশখালি। এক অভিযুক্তকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে যান বিক্ষোভকারীরা।  সোমবার ফাল্গুনি পাত্রর নেতৃত্বে বেড়মজুরে পৌঁছে যান বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধিরা। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। 


অন্যদিকে সোমবারই হাইকোর্টে রক্ষাকবচ পান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালিতে ভোটের দিন গন্ডগোল, অশান্তির ঘটনায় এফআইআর করা হয় তাঁর বিরুদ্ধে । ন্যাজাট থানার এফআইআরে অন্তর্বতী স্থগিতাদেশ  দেন বিচারপতি অমৃতা সিনহা। '৫ জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ নয় রেখা পাত্রের বিরুদ্ধে', নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।



আরও পড়ুন :


রাজ্যের ৪২ আসনের রায় কার পক্ষে, কার বিপক্ষে? ভোট গণনার লেটেস্ট আপডেট