নয়াদিল্লি: শনিবার রাতে রাজ বব্বরের বাসভবনে গিয়ে কংগ্রেসে যোগ দিলেও, আজ পাল্টি খেলেন হরিয়ানার নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরি। কংগ্রেসে যোগ দেওয়ার খবর অস্বীকার করে তাঁর দাবি, ‘আমি কংগ্রেসে যোগ দিইনি। প্রিয়ঙ্কা গাঁধী বঢরার সঙ্গে আমার ছবিটি পুরনো। আমার সঙ্গে কয়েকবার প্রিয়ঙ্কা গাঁধীর দেখা হয়েছে। তিনি খুব ভাল। তবে আমি কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচার করছি না।’

শনিবার ট্যুইটারে প্রিয়ঙ্কার সঙ্গে স্বপ্নার একটি ছবি পোস্ট করে উত্তরপ্রদেশের কংগ্রেস প্রধান বব্বর লেখেন, ‘কংগ্রেস পরিবারে স্বপ্না চৌধুরিকে স্বাগত।’ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কয়েকটি কাগজে সই করছেন স্বপ্না। তিনি বব্বরের বাসভবনে গিয়ে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেছেন বলে দাবি এক কংগ্রেস নেতার। যদিও রাজনীতিতে যোগ দেওয়ার খবর অস্বীকার করছেন স্বপ্না।



কংগ্রেস সূত্রে খবর, মথুরায় বিজেপি প্রার্থী হেমা মালিনীর বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা ছিল স্বপ্নার। তিনি প্রিয়ঙ্কা ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে দেখা করেন। কিন্তু তাঁকে প্রার্থী করেনি কংগ্রেস। এই কারণেই ক্ষুব্ধ এই নৃত্যশিল্পী।