এই ম্যাচের দ্বিতীয় ওভারেই হরভজনকে আক্রমণে আনেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ফল মেলে চতুর্থ ওভারেই। বিরাটকে ফেরান হরভজন। এরপর মইন আলি ও এবি ডিভিলিয়ার্সকেও প্যাভিলিয়নের পথ দেখান ভাজ্জি। এই অভিজ্ঞ অফস্পিনারই আরসিবি-র টপ অর্ডার গুঁড়িয়ে দেন। এই ধাক্কা আর সামলাতে পারেনি বিরাটের দল। হরভজনের পর তাহির ও জাডেজা ব্যাঙ্গালোরের ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দেন। দেখুন, হরভজনের এই স্বপ্নের স্পেলেই গুঁড়িয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টপ অর্ডার
Web Desk, ABP Ananda | 24 Mar 2019 04:10 PM (IST)
চেন্নাই: এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের বেশ কয়েকজন ক্রিকেটারের বয়স তিরিশের বেশি। এই বিষয়টি নিয়ে প্রথম ম্যাচের আগে বিশেষজ্ঞরা প্রশ্ন তুললেও, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছেন হরভজন সিংহ, রবীন্দ্র জাডেজা, ইমরান তাহিররা। এই তিন স্পিনার মিলে নেন আট উইকেট। মাত্র ৭০ রানে অলআউট হয়ে যায় বিরাট কোহলির দল। সাত উইকেটে ম্যাচ জিতে নেয় চেন্নাই।