কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : লোকসভা ভোটের টিকিট না পেয়ে এবার অভিমানী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। তৃণমূলের টিকিট না মেলায় এবার কি সায়ন্তিকার গন্তব্য বিজেপি? এবিপি আনন্দে বিস্ফোরক সাক্ষাৎকার। 


অভিনেত্রী - রাজনীতিকের দাবি, 'যোগাযোগ করেছিল বিজেপি, জবাব পায়নি', জল্পনা বাড়িয়ে মন্তব্য সায়ন্তিকার। কিন্তু বিজেপিকে তিনি উত্তর দেননি, দাবি তাঁর। সায়ন্তিকার দাবি, আগামী দিনেও বিজেপি তার তরফে কোনও উত্তর পাবে না। নিজের অভিমান দলকেই জানাবেন তিনি। সায়ন্তিকা এবিপি আনন্দকে এদিন বললেন, '৩ বছর ধরে মাটি কামড়ে পড়েছিলাম, পঞ্চায়েতেও ভাল ফল হয়েছিল। কী কারণে টিকিট পেলাম না, দল আগে জানলে ভাল হত'।


এবিপি আনন্দকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানালেন, দলীয় কোনও পদ থেকে তিনি পদত্যাগ করেননি। সোশ্যাল মিডিয়ায় যে পদত্যাগপত্র ভাইরাল হয়েছে, তাতে সই বা স্টাম্প নেই। 


২০২১ এ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। টিকিটও পেয়েছিলেন। কিন্তু জয় পাননি। তবে মাটি কামড়ে পড়েছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনে দল তাঁকে প্রার্থী তালিকায় রাখেনি। তাই তিনি 'একটু অভিমানী'। জানালেন, এতদিন ধরে খেটেছি। নিশ্চয়ই একটা কিছু ভেবে। নিজেদের মতো করে আমরা একটা লক্ষ্য স্থির করে নিই। খেটেছি, পরিশ্রম করেছি সকলের মতনই, কিন্তু টিকিট পাইনি। তাই কিছুটা খারাপ তো লাগবেই। ' 


দল কেন ভরসা রাখতে পারল না সেটা দল বলতে পারবে। আমি হেরে যাবার পরই ওখানে মাটি কামড়ে পড়েছিলাম। অনেক সময় শুটিং ক্যান্সেল করেও ওখানে গিয়েছি, প্রায়োরিটি দিয়েছি। পঞ্চায়েতে ভাল ফলও করেছে দল। তারপরও টিকিট পাইনি। কেন তা দল বলতে পারবে ' 


ব্রিগেডে গিয়েছিলেন। বসেছিলেন পিছনের সারিতে। সায়ন্তিকার দাবি, তিনি জানতেন না, তবে আঁচ করতে পেরেছিলেন। তবে আগে থেকেই যদি দলের তরফে জানা থাকত ভাল হত বলে দাবি তাঁর। রবিবার সায়ন্তিকাকে দেখা যায়, প্রার্থী তালিকা ঘোষণার পরই ফোন হাতে হনহন করে বেরিয়ে যেতে। তারপরই তাঁর অভিমানের জল্পনা তীব্র হয় সামাজিক মাধ্যমে। যদিও সায়ন্তিকার দাবি, তাঁর শরীর ভাল ছিল না বলেই তিনি বেরিয়ে গিয়েছিলেন, মনের সঙ্গে সম্পর্ক নেই।


এবার লোকসভা ভোটের তৃণমূলের প্রার্থীতালিকায় রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম। বাদ পড়েছেন মিমি, নুসরত। সায়ন্তিকা মনে করেন, তিনি কারও সঙ্গে প্রতিযোগিতায় নেই। কারণ তাঁর প্রতিযোগিতা হল, 'আগেরবার আমি হেরেছিলাম, এবার জিততে হবে।' সায়ন্তিকার বিষ্ময়, ৩ বছর এত পরিশ্রম করার পরও কেন পেলেন না টিকিট ?  



আরও পড়ুন :        


 'শাহজাহানের মাসি...সুকান্ত আর শুভেন্দু আপনাকে তাড়া করবে' শুভেন্দুর হুঙ্কার