নয়াদিল্লি: নাগরিকের গণতান্ত্রিক অধিকার বলে কথা! বাধা এলেই পিছিয়ে যেতে হবে? মানতে চাননি মণিপুরের নবতিপর বৃদ্ধা। দ্বিতীয় দফার ভোটে তাই পায়ে হেঁটে ভোট দিতে এসেছিলেন। মণিপুরের (Manipur Elderly Lade At Polling Centre) উখরুল জেলার ঘটনা। বয়সের ভারে একা চলতে পারেন না। তাই স্বেচ্ছাসেবীর তাঁকে ধরে ধরে ভোটকেন্দ্রের ভিতরে নিয়ে আসেন। 


বিশদ...
শুক্রবার, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় 'আউটার মণিপুর' আসনে। সেখানকারই একই পোলিং বুথে এই দৃশ্য দেখা যায়। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা নাগা পিপলস ফ্রন্টের প্রার্থী কাছুই টিমোথি জিমিকের সঙ্গে এখানে কংগ্রেসের আলফ্রড কে আর্থারের। সেখানকার ওই পোলিং বুথেই নবতিপরের পাশাপাশি আর এক জন প্রবীণাকে ভোট দিতে আসতে দেখা যায়। তাঁকে ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে এসেছিলেন তাঁর পরিজনেরা।আবার পশ্চিমবঙ্গের দার্জিলিং লোকসভা কেন্দ্রেও এদিন নির্বিঘ্নে ভোট দেন এক প্রবীণা। হুইলচেয়ারে করে ভোটগ্রহণ কেন্দ্রে এসেছিলেন তিনি। সংবাদসংস্থা এএনআই-কে পরে জানান, যে ভাবে ভোটগ্রহণ হচ্ছে তাতে তিনি খুশি। তাঁর কথায়, 'ভীষণ শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। সাধারণ মানুষ এবং জড়িত সকলের কাছে আমরা ভীষণ কৃতজ্ঞ। এভাবেই কাজ করে দেওয়া উচিত সরকারের।'  


মণিপুরের ছবি...
এদিন উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের ১৩টি বিধানসভা এলাকার মোট ৮৫৭টি পোলিং স্টেশনে ভোটগ্রহণ হয়। গত ১৯ এপ্রিল, প্রথম দফা ভোটের সময় 'ইনার মণিপুর' লোকসভা কেন্দ্রের বিভিন্ন পোলিং বুথে বিচ্ছিন্ন হিংসার খবর এসেছিল। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা এলোপাথারি গুলি চালিয়েছিল সে দিন। ইভিএম নষ্ট করে দেওয়ারও অভিযোগ ওঠে। গত ২২ এপ্রিল, অন্তত ১১টি পোলিং স্টেশনে 'রি-পোল' হয়। কড়া নিরাপত্তা বলয়ে ভোটগ্রহণ হয়েছিল সে দিন। শুক্রবার, দ্বিতীয় দফার ভোটেও একই রকম আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা করেছিল নির্বাচন কমিশন। তার মধ্যে নবতিপর বৃদ্ধার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার এই ছবি অনেকেরই নজর কাড়ে। প্রসঙ্গত, এদিন ১২ রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি আসনে ভোটগ্রহণ হয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দ্বিতীয় দফায় ৬১ শতাংশ ভোট পড়েছে। পশ্চিমবঙ্গের তিনটি আসনের পাশাপাশি  কেরল, কর্নাটক, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অসম, বিহার, ছত্তীসগঢ়, মণিপুর, ত্রিপুরা এবং জম্মু ও কাশ্মীরেও ভোট হয় আজ। ভোটারদের এক বড় অংশ আজকের পর্বে তাঁদের মতদান করেছেন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নেয় জাতীয় নির্বাচন কমিশন। 



আরও পড়ুন:বালুরঘাটে ধুন্ধুমার, বিজেপি মহিলা এজেন্টকে 'মারধর, অশ্লীল উক্তি', প্রতিবাদ সুকান্তর