অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : বালুরঘাট কেন্দ্রে সকাল সকাল ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। তারপরই উত্তেজনা চরমে উঠল তপনে। বিজেপি মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ তুললেন সুকান্ত মজুমদার। সেই সঙ্গে মহিলাকে দেখে অশ্লীল শব্দও ব্যবহার করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ছুটে যান সুকান্ত। সেখানেই তাঁকে বাধাদানের অভিযোগ ওঠে। বুথের সামনেই গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল। বালুরঘাটে ধুন্ধুমার বেঁধে যায়।
তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান সুকান্ত
শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত বালুরঘাট। তপন বিধানসভার পতিরাম বিবেকানন্দ গার্লস হাইস্কুলে বুথের সামনেই সম্মুখসমরে নেমে পড়ে বিজেপি ও তৃণমূল। বিজেপির এজেন্ট ও বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ বর্মনকে মারধরের অভিযোগ ওঠে। সেখানেই সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরাও। আর এরপরই তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান সুকান্ত।
'আইসি তৃণমূলের হয়ে কাজ করছেন'
বালুরঘাটের বিজেপি প্রার্থীর অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে বসে স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মীরা। মহিলা ভোটারকে কটূক্তি করা হচ্ছে। অথচ পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে। সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধে গা-ফিলতির অভিযোগও তোলেন তিনি। আইসি তৃণমূলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেন বালুরঘাটের বিজেপি প্রার্থী। সুকান্ত মজুমদারকে ঘেরাওয়ের ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে কমিশন।
সুকান্ত মজুমদারের অভিযোগ, ওই ভোটকেন্দ্রে মহিলাদের উদ্দেশে অশ্লীল শব্দও ব্যবহার করা হয় বলে অভিযোগ। শুধু তপনে নয়, সুকান্তর অভিযোগ, গঙ্গারামপুর, ইটাহারে বিজেপির এজেন্ট-সমর্থকদের বাধাদান, ভয় দেখানো হচ্ছে। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ করে তৃণমূল। সবকিছু নিয়ে রিপোর্ট চেয়েছে কমিশন।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভায় বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূলের বিপ্লব মিত্র এবং RSP-র জয়দেব সিদ্ধান্তর মধ্য়ে ত্রিমুখী লড়াই। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জিতে সাংসদ হন বিজেপির সুকান্ত মজুমদার। তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে গত লোকসভা নির্বাচনে তিনি ৩২ হাজার ১১৪ টি ভোটে হারিয়েছিলেন। ২০১৪-র লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ RSP-র বিমলেন্দু সরকারকে ১ লক্ষ ৬ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন। বালুরঘাটে মোট বুথ ১ হাজার ৫৬৯। স্পর্শকাতর বুথের সংখ্যা ১৯২। বালুরঘাটে ৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন :