লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান সহবাগের
Web Desk, ABP Ananda | 15 Mar 2019 12:03 AM (IST)
নয়াদিল্লি: ব্যক্তিগত কারণ দেখিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। দিল্লির এক বিজেপি নেতা এই খবর জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, সহবাগের সতীর্থ গৌতম গম্ভীর অবশ্য রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে গভীরভাবে ভাবনাচিন্তা করছেন। লোকসভা নির্বাচনে প্রার্থীও হতে পারেন এই প্রাক্তন বাঁ হাতি ক্রিকেটার। ওই বিজেপি নেতা আরও জানিয়েছেন, পশ্চিম দিল্লি কেন্দ্র থেকে সহবাগকে প্রার্থী করার বিষয়টি ভাবা হচ্ছিল। বর্তমানে ওই কেন্দ্রের সাংসদ বিজেপি-র পরবেশ বর্মা। তাঁর বদলে প্রার্থী হতে রাজি হননি সহবাগ। তিনি জানিয়েছেন, রাজনীতিতে যোগ দেওয়া বা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা নেই।