মুম্বই: দক্ষিণ মুম্বইয়ে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলস্টেশনের কাছে একটি ফুটওভারব্রিজ ভেঙে পড়ে মৃত্যু হল অন্তত পাঁচজনের। জখম অন্তত ২৯ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের আঘাত গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সন্ধে সাড়ে সাতটা নাগাদ ভেঙে পড়ে ‘কসাব ব্রিজ’ নামে পরিচিত ওই সেতুর একাংশ। সেই সময় ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলস্টেশনের সঙ্গে আজাদ ময়দান থানার সংযোগকারী সেতুটির নীচ দিয়ে যাচ্ছিলেন কয়েকজন বাইক আরোহী। সেতুটি ভেঙে পড়ার ফলে তাঁরা আহত হন।

এই দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয়েছে উদ্ধারকার্য। মুম্বই পুলিশের পক্ষ থেকে ট্যুইট করে সাধারণ মানুষকে অন্য রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।