নয়াদিল্লি: পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারানো সিআরপিএফ জওয়ানদের অপমান করছে কংগ্রেস। স্যাম পিত্রোদার মন্তব্য হাতিয়ার করে এমনই দাবি বিজেপি সভাপতি অমিত শাহের। তাঁর মতে, এই মন্তব্যের জন্য দেশের মানুষ এবং সেনাবাহিনীর কাছে ক্ষমা চাওয়া উচিত কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর। বিজেপি সভাপতির আরও দাবি, একমাত্র বিজেপি-ই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
আজ সাংবাদিক বৈঠকে কংগ্রেসকে আক্রমণ করে অমিত বলেছেন, ‘কংগ্রেস কি বিশ্বাস করে, দেশে সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তান সরকার বা পাকিস্তান সেনার কোনও ভূমিকা নেই? কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে জবাব দিতে হবে। নির্বাচনের সময় ভোটব্যাঙ্ক ও তোষণের রাজনীতি করে। এই ধরনের রাজনীতি কি শহিদদের রক্ত ও জাতীয় স্বার্থের ঊর্ধ্বে?’
বিজেপি সভাপতি আরও বলেছেন, ‘কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। আমি দেশের মানুষকে ফের আশ্বাস দিচ্ছি, একমাত্র বিজেপি-ই নিরাপত্তা দিতে পারে। বিজেপি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর জবাব দিতে পারে এবং পাকিস্তানের চক্রান্ত ব্যর্থ করে দিতে পারে।’
অমিতের আরও দাবি, কংগ্রেস সভাপতি পাকিস্তানে এয়ারস্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ভারত-বিরোধী স্লোগানকে স্বাধীন মতপ্রকাশের অধিকার বলে দাবি করে সেটিকে সমর্থন করেছিলেন।
সেনা জওয়ানদের বলিদানকে অপমান করছে কংগ্রেস, পিত্রোদার মন্তব্য হাতিয়ার করে আক্রমণ অমিত শাহের
Web Desk, ABP Ananda
Updated at:
23 Mar 2019 06:27 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -