মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এলে অসমে একটি পাখিকেও বেআইনিভাবে ঢুকতে দেওয়া হবে না, দাবি অমিত শাহের
Web Desk, ABP Ananda | 28 Mar 2019 09:06 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
কালিয়াবর: অসমে অনুপ্রবেশ নিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর দাবি, নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকার দ্বিতীয়বার কেন্দ্রে ক্ষমতায় এলে অসমে একটি পাখিকেও বেআইনিভাবে ঢুকতে দেওয়া হবে না। দেশের সীমান্ত রক্ষা এবং পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির হামলায় সেনা জওয়ানদের মৃত্যুর বদলা নেওয়ার কথা উল্লেখ করে মোদি সরকারের প্রশংসাও করেছেন বিজেপি সভাপতি। এদিন দু’টি জনসভায় ভাষণ দেন অমিত শাহ। তিনি বলেন, ‘গত পাঁচ বছরে মোদি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি দেশ ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করেছেন। তাঁর নেতৃত্বে ভারত উরি ও পুলওয়ামায় পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হামলায় নিহত সেনা জওয়ানদের রক্তের বদলা নিয়েছে।’ বিজেপি সভাপতির আরও দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের পর ভারতই বিশ্বের তৃতীয় দেশ হিসেবে শত্রুপক্ষের হামলায় সেনা জওয়ানদের মৃত্যুর বদলা নিয়েছে। বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের প্রমাণ চাওয়ায় কংগ্রেসকে তোপ দেগেছেন অমিত শাহ।