কলকাতা: বিজেপি, কংগ্রেস হয়ে তৃণমূলে এসেছেন। নামের আগে তারকা বসলেও, রাজনীতিই এখন মূল পেশা তাঁর। ৭৭ বছর বয়সি শত্রুঘ্ন সিনহা আবারও নির্বাচনে নাম লিখিয়েছেন। এ বছরও তাঁকে আসানসোল লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। ভোটগ্রহণের আগে নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিয়েছেন শত্রুঘ্ন, তাতে নিজের সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন। (Shatrughan Sinha Assets)


কমিশনকে শত্রুঘ্ন জানিয়েছেন, ২০১৮-’১৯ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৯৭ লক্ষ ৪২ হাজার ৪৫০ টাকা, ২০১৯-’২০ অর্থবর্ষে ৮৯ লক্ষ ৯১ হাজার ২১০ টাকা, ২০২০-’২১ অর্থবর্ষে ৫৮ লক্ষ ৫২ হাজার ৮৯০ টাকা, ২০২১-’২২ অর্থবর্ষে ৭৩ লক্ষ ৯১ হাজার ৯০ টাকা এবং ২০২২-’২৩ অর্থবর্ষে ১ কোটি ৪০ লক্ষ ৭৯ হাজার ৭০০ টাকা। (Shatrughan Sinha Affidavit)


স্ত্রী পুনম সিনহার আয়ের খতিয়ানে শত্রুঘ্ন জানিয়েছেন,  গত পাঁচ অর্থবর্ষে পুনমের আয় ছিল যথাক্রমে, ১ কোটি ৪৩ লক্ষ ৪ হাজার ৩৮০ টাকা, ১ কোটি ৭৫ লক্ষ ৪৩ হাজার ৬৩০ টাকা, ১ কোটি ৫৫ লক্ষ ৪২ হাজার ৬০ টাকা, ১ কোটি ৩৭ লক্ষ ৫২ হাজার ২৩০ টাকা, ১ কোটি ২১ লক্ষ ৭২ হাজার টাকা। শত্রুঘ্নর নামে কোনও অপরাধমূলক মামলা নেই।


শত্রুঘ্ন সিনহার সম্পত্তির খতিয়ান


আরও পড়ুন: Yusuf Pathan Assets: ইরফানের সঙ্গে মিলে চালান অ্যাকাডেমি, শেয়ারে-ব্যবসায় বিনিয়োগ, সম্পত্তির হিসেব দিলেন ইউসুফ


এই মুহূর্তে শত্রুঘ্নর হাতে নগদ ১ লক্ষ ৬২ হাজার ৯৯০ টাকা রয়েছে। অন্ধেরীর অ্যাক্সিস ব্যাঙ্কে ৪৩ লক্ষ ৪৫৫ টাকা রয়েছে শত্রুঘ্নর। কানাড়া ব্যাঙ্কের অ্যাকাউন্টে ৮ লক্ষ ৪৮ হাজার ৯৮২ টাকা, ICICI ব্যাঙ্কে ২৬ লক্ষ ১ হাজার ৪৩৭ টাকা, কর্নাটক ব্যাঙ্কে ১ কোটি ৩৭ লক্ষ ৬৮ হাজার ৮৪৪ টাকা, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১২ লক্ষ ৮৯ হাজার ৫৯৫ টাকা, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে ১৭ হাজার ৪৬ টাকা, পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কের আর একটি অ্যাকাউন্টে ৫ লক্ষ ৩৬ হাজার ১৯৩ টাকা, আসানসোলের ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখায় ১ লক্ষ ৮০ হাজার ৭ টাকা, দিল্লির সংসদ ভবনের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে ৪৫ লক্ষ ৯৩ হাজার ৬২২ টাকা, আরও তিনটি SBI অ্যাকাউন্টে যথাক্রমে ১৫ লক্ষ ৬১ হাজার ৭০৩, ১৫ লক্ষ ৫৫ হাজার ২৫ ও ২৮ হাজার ৬৯৯ টাকা, কর্নাটক ব্যাঙ্কের আরও একটি অ্যাকাউন্টে ৮৪ লক্ষ ৮০ হাজার ৯৮৩ টাকা এবং নির্বাচনী খরচ-খরচার জন্য আসানসোলে কানাড়া ব্যাঙ্কের আরও একটি অ্যাকাউন্টে ৪ হাজার ৯৮২ টাকা রয়েছে তাঁর।


স্ত্রী পুনমের হাতে রয়েছে ১ লক্ষ ১০ হাজার ৫৮৭ টাকা। অ্যাক্সিস ব্যাঙ্কের একিট অ্যাকাউন্টে ১৯ লক্ষ ৭৪ হাজার ২৯৪ টাকা, কানাড়া ব্যাঙ্কে ৪৭ লক্ষ ৩০ হাজার ৬০ টাকা, HDFC ব্যাঙ্কে ৬ লক্ষ ৪৮ হাজার ৮৫৩,  ইন্ডাসিন্ড ব্যাঙ্কে ১ লক্ষ ৬৩ হাজার ৪২২ টাকা, কর্নাটক ব্যাঙ্কে ৯৬ হাজার ১৯৩ টাকা, সারস্বত ব্যাঙ্কে ১ লক্ষ ২৪ হাজার ১৩৮ টাকা, দু’টি SBI  অ্যাকাউন্টে যথাক্রমে ১৯ লক্ষ ৮ হাজার ৭০০ টাকা ও ২ লক্ষ ৮৬ হাজার ৭২৩ টাকা, এবং SBI-এ ৯১ হাজার ৭৯৮ টাকার ফিক্সড ডিপোজিটও রয়েছে তাঁর।


শেয়ার বাজারে শত্রুঘ্নর বিনিয়োগ-



  • Bajaj Finance-এর শেয়ারে ৫ লক্ষ ৭ হাজার ১৬৮ টাকা বিনিয়োগ রয়েছে শত্রুঘ্নর।

  • De Nora India Ltd-এর শেয়ারে ৭ লক্ষ ৩ হাজার ৫৮২ টাকা বিনিয়োগ রয়েছে।

  • ITC Limited-এ ৯ লক্ষ ৬৩ হাজার ৭৮৮ টাকার শেয়ার রয়েছে।

  • Jio Financial Services Ltd-এর শেয়ারে বিনিয়োগ ৬ লক্ষ ৩৬ হাজার ৭৫০ টাকা।

  • Larsen & Turbo-তে ১০ লক্ষ ৫৩ হাজার ৮৯২ টাকার বিনিয়োগ।

  • Luv Kush Finance And Development-এ ৪ লক্ষ ১৫ হাজার টাকার শেয়ার।

  • Reliance Capital-এ ২৭২ টাকার শেয়ার রয়েছে।

  • Reliance Communication, Reliance Home Finance-এ ৭৬৫ এবং ৬৪ টাকার শেয়ার।

  • Reliance Industries-এ ৫৩ লক্ষ ৪৯ হাজার ৬০ টাকার শেয়ার রয়েছে।

  • Reliance Infrastructure-এ ৮ হাজার ৯৪১ টাকার শেয়ার।

  • Reliance Power-এ ৩ হাজার ১৬৪ টাকা বিনিয়োগ।

  • Sare Gama Ltd-এ ১ লক্ষ ২৫ হাজার ৪৬ টাকার শেয়ার রয়েছে শত্রুঘ্নর।

  • Tanla Platforms Ltd-এ ৮ লক্ষ ৩ হাজার ৩০৬ টাকার শেয়ার।

  • TATA Chemicals-S ৪ লক্ষ ৯৭ হাজার ২১৪ টাকার শেয়ার রয়েছে।

  • Tejas Networks-এ ৭ লক্ষ ৪১ হাজার ৭৩২ চাকার শেয়ার রয়েছে শত্রুঘ্নর।

  • Varun Bewerages-এ ১৪ লক্ষ ৮২ হাজার ৫১৬ টাকার শেয়ার।


শেয়ার বাজারে পুনমের বিনিয়োগ-



  • Adani Power-এ ৬ লক্ষ ৪০ হাজার ৫৬০ টাকা।

  • Aditya Birla Capital-এ ২৪ লক্ষ ৫৫ হাজার ৬০০ টাকা।

  • Ashok  Leyland-এ ৭ লক্ষ ৮৭ হাজার ৭৫০ টাকা।

  • Bajaj Finance-এ ১৬ লক্ষ ৮৩০ হাজার ১৮১ টাকা।

  • BSE Ltd-এ ৫ লক্ষ ৩ হাজার ১৮০ টাকা।

  • Gensol Engineering Ltd-এ ১৭ লক্ষ ৪৪ হাজার ৮৭৫ টাকা।

  • Gujarat Narmada Valley Fertilizers-এ ৭ লক্ষ ৮১ হাজার ৩৭৫ টাকা।

  • HDFC Bank-এ ১৩ লক্ষ ৩ হাজার ১১০ টাকা।

  • IndusInd Bank-এ ৪০ লক্ষ ৩৭ হাজার ৮০০ টাকা।

  • Ircon International-এ ২২০ টাকা।

  • ITC Ltd-এ ২১ লক্ষ ৯৭ হাজার ৮৬৪ টাকা।

  • Larsen & Turbo-তে ৮ লক্ষ ২৯ হাজার ১৭০ টাকা।

  • Omkar Specialty Chemicals Ltd-S ১৪ হাজার ৫০০ টাকা।

  • Reliance Communication-এ ৫২০ টাকা।

  • Reliance Industries-এ ৫১ লক্ষ ৭০ হাজার ৭৫৮ টাকা।

  • Reliance Power-এ ২ হাজার ৫৯৯ টাকা।

  • Reliance Capital-এ ১৫৬ টাকা।

  • Reliance Home Finances-এ ৩৯ টাকা।

  • Reliance Infrastructure-এ ৫ হাজার ১৪৯ টাকা।

  • Rattan India Enterprises-এ ১০ লক্ষ ৯৩ হাজার ৩৬০ টাকা।

  • Lasa Supergenrics Ltd-এ ৫৫ হাজার টাকা।

  • Jio Financial Services-এ ৬ লক্ষ ১৫ হাজার ৫২৫ টাকা।

  • Kotak Mahindra Bank-এ ৩ লক্ষ ৫৭ হাজার ১০০ টাকা।

  • LKFD PVT Ltd-এ ৮৫ হাজার টাকা।

  • Axis Bank Mutual Fund-এ ৮৬ লক্ষ ৭২ হাজার ৫০০ টাকা।

  • HSBC Equity Fund-এ ২ লক্ষ ২২ হাজার ৭৮৪ টাকা।

  • Capital Investment in House of Creativity LLP-তে ১ লক্ষ ২৭ হাজার ৯৯৯ টাকা।

  • Capital Investment in Kratos Entertainment LLP-এ ১ লক্ষ ৬৫ হাজার ১৩৭ টাকা।

  • Capital Investment in Shotgun Entertainment-এ ৯৭ লক্ষ ২০ হাজার ৩৬৭ টাকা।

  • Capital in Shotgun Movies-এ ৪০ হাজার ৪২৪ টাকা।

  • Capital Investment in Shotgun Movies-এ ৭৮ লক্ষ ৮৩ হাজার ৬৪৪ টাকা।

  • Capital in Soezi Beauty LLP-তে ২৪ লক্ষ ৩৫ হাজার ৩৮৯ টাকা।


২০০০ সালে কেনা একটি অ্যাম্বাসাডর গাড়ি রয়েছে শত্রুঘ্নর। রয়েছে Ciaz, Toyota Innova, Toyota Innova Crysta এবং Mahindra Scorpio গাড়ি। পুনমের রয়েছে মার্সিডিজ গাড়ি, যার দাম ৪৮ লক্ষ ২০ হাজার ৪৮১ টাকা। শত্রুঘ্নর কাছে ৯৫ লক্ষ ৪৮ হাজার ৭৩৫ টাকার সোনা এবং রুপো রয়েছে। পুনমের কাছে সোনা রুপো রয়েছে ৫৪ লক্ষ ৭৮ হাজার ২৮৬ টাকার। বহুমূল্য রত্ন রয়েছে শত্রুঘ্নর সংগ্রহে, যার দাম ৩৪ লক্ষ ১১ হাজার ৪৭৪ টাকা। পুনমের কাছে ৮৬ লক্ষ ৯২ হাজার ৩০১ টাকার বহুমূল্য রত্ন রয়েছে। সবমিলিয়ে শত্রুঘ্নর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০ কোটি ৯০ লক্ষ ৫২ হাজার ৯৫০ টাকার। ১০ কোটি ৪০ লক্ষ ৮৬ হাজার ৯৪৮ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে পুনমের।


মুম্বইয়ের মাড আইল্যান্ডে ০.৯২৫ একর কৃষি জমি রয়েছে শত্রুঘ্নর।  ১৯৮৯ সালে সেটি ১ লক্ষ ৬১ হাজার ৬০০ টাকা দিয়ে কিনেছিলেন তিনি। বর্তমানে ওই জমির দাম ১০ কোটি ৫০ লক্ষ টাকা। পুণের পঞ্চবটীতে একটি নির্মাণের উপযুক্ত জমি রয়েছে পুনমের। জমি এবং গুদাম রয়েছে ওয়াঘোলিতে। পুণের ফ্লোরিডা এস্টেটসে প্লট রয়েছে, নয়ডায় রয়েছে জমি, দিল্লিতে ফার্মহাউজ এবং জমিও রয়েছে।


একনজরে শত্রুঘ্নর সম্পত্তি-



  • অস্থাবর সম্পত্তি-১০ কোটি ৯৩ লক্ষ ৫২ হাজার ৯৫০ টাকা।

  • স্থাবর সম্পত্তি-১২২ কোটি টাকা।

  • ঋণ-১১ কোটি ৬২ লক্ষ ১০ হাজার ৩২৪ টাকা।

  • বকেয়া GST-৩৬ হাজার টাকা।


একনজরে পুনমের সম্পত্তি-



  • অস্থাবর সম্পত্তি-১০ কোটি ৪০ লক্ষ ৮৬ হাজার ৯৪৮ টাকা।

  • স্থাবর সম্পত্তি-৬৭ কোটি ১৬ লক্ষ ১ হাজার ৭৪ টাকা।

  • ঋণ-৫ কোটি ৯৩ লক্ষ ৫৯ হাজার ২৫০ টাকা।

  • বকেয়া GST- ৪ লক্ষ ৭৬ হাজার ১৩৬ টাকা।


মুম্বইয়ের জুহুতে ‘রামায়ণ’ নামের বাংলো রয়েছে শত্রুঘ্নর। লব-কুশ টাওয়ারে ফ্ল্যাট রয়েছে, বান্দ্রায় ফ্ল্যাট রয়েছে,  জুহুতে ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাট রয়েছে দেহরাদূণে, গুরুগ্রামে ফ্ল্যাট রয়েছে। লব-কুশ টাওয়ারে ফ্ল্যাট রয়েছে পুনমেরও। দিল্লিতে ফ্ল্যাট রয়েছে, ‘রামায়ণ’ বাংলোর উল্লেখও রয়েছে। সবমিলিয়ে শত্রুঘ্নর স্থাবর সম্পত্তির পরিমাণ ১২২ কোটি টাকা। ৬৭ কোটি ১৬ লক্ষ ১ হাজার ৭৪০ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে পুনমের।


মেয়ে সোনাক্ষীর থেকে টাকা ধার নিয়েছেন বলে জানিয়েছেন টাকা নেওয়ার কথা জানিয়েছেন শত্রুঘ্ন এবং পুনম দু’জনই। শত্রুঘ্নর ধারদেনার পরিমাণ ১১ কোটি ৬২ লক্ষ ১০ হাজার ৩২৪ টাকা, পুনমের ৫ কোটি ৯৩ লক্ষ ৫৯ হাজার ২৫০ টাকা। শত্রুঘ্নর GST বাকি রয়েছে ৩৬ হাজার টাকার, পুনমের ৪ লক্ষ ৭৬ হাজার ১৩৬ টাকা। আয়ের উৎস হিসেবে অভিনয় থেকে পাওয়া পারিশ্রমিক এবং সংসদ থেকে পাওয়া বেতনের উল্লেখ করেছেন শত্রুঘ্ন। পুনম নিজের ব্যবসার কথা জানিয়েছেন। শেয়ার বাজার, বাড়িভাড়া দিয়েও টাকা রোজগার করেন স্বামী-স্ত্রী।