চণ্ডীগড়: আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের তারকা প্রচারক হচ্ছেন পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধু। এমনই জানালেন পঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী আশা কুমারী। তিনি বলেছেন, ‘সারা দেশে কংগ্রেসের তারকা প্রচারকদের অন্যতম সিধু। তিনি নিজের মতো করে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। তাঁর প্রচারের মূল্য আছে।’

সাম্প্রতিক অতীতে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সিধুর একাধিক মন্তব্য ও আচরণে বিতর্ক তৈরি হয়েছে। পুলওয়ামায় জঙ্গি হামলার পর বিতর্কিত মন্তব্যের জন্য একটি টেলিভিশন শো থেকে বাদও দেওয়া হয়েছে তাঁকে। তবে তা সত্ত্বেও পঞ্জাবের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীকেই লোকসভা নির্বাচনে প্রচারের অন্যতম মুখ করছে কংগ্রেস। এর আগে রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা ও ছত্তিসগঢ় বিধানসভা নির্বাচনে জোরদার প্রচার চালান সিধু। এবারও তিনি কেন্দ্রে বিজেপি সরকারের ব্যর্থতা তুলে ধরার জন্য সরব হবেন বলে জানিয়েছেন আশা।