নয়াদিল্লি: লোকসভা ভোটের মুখে কংগ্রেস শিবিরে ভাঙন। খোদ সনিয়া গাঁধীর এককালের ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত কংগ্রেস নেতা টম ভাডাক্কান পুলওয়ামা সন্ত্রাস, বালাকোটে বায়ুসেনার অভিযানের প্রশ্নে দলীয় অবস্থানে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেন। দলকে প্রবল বিড়ম্বনায় ফেলে দিলেন তিনি। কংগ্রেস সশস্ত্র বাহিনীর দায়বদ্ধতা, সততা নিয়েই প্রশ্ন তুলেছে বলে অভিযোগ ভাডাক্কানের। পুলওয়ামা হামলার পর পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনা বিমান হামলা চালিয়ে সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-ই-মহম্মদের সবচেয়ে বড় ট্রেনিং ক্যাম্পে আঘাত করার পর কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ভাডাক্কান বলেন, ভারতের মাটিতে পাকিস্তানি হামলা আর তা নিয়ে আমার দলের প্রতিক্রিয়া অবশ্যই দুঃখজনক। অনেক দুঃখে দল ছাড়লাম। কোনও রাজনৈতিক দল দেশবিরোধী অবস্থান নেয়, তবে সেই দল ছেড়ে বেরিয়ে যাওয়া ছাড়া আর কোনও রাস্তা নেই আমার কাছে। এটা ঠিক নয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন সংক্রান্ত চিন্তাভাবনা, বক্তব্য তিনি সমর্থন করেন বলেও জানিয়েছেন ভাডাক্কান।
আচমকা ভাডাক্কানের কংগ্রেস ছাড়ার পদক্ষেপে বিস্ময় ছড়িয়েছে রাজনৈতিক মহলে। জাতীয় মিডিয়ার সামনে মাঝেমধ্যেই কংগ্রেসের মুখপাত্র হিসাবে দেখা যায় তাঁকে। বিজেপিতে নাম লেখানোর পরই তিনি আরও বলেন, কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতিতে তিনি ব্যথিত, দলে ক্ষমতার মূল ক্ষমতার কেন্দ্র কে, তা স্পষ্ট নয়।
আজ কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের সামনে বিজেপিতে পা রেখে পরে দলীয় সভাপতি অমিত শাহের সঙ্গেও দেখা করেন ভাডাক্কান। বলেন, গভীর ব্যথা পেয়েছি। তাই আজ আমি এখানে।
নাম না করে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে ভাড্ডাকানের খেদ, তিনি দুটি দশক দলের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, কিন্তু সেই দলই এখন ‘কাজ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেওয়ার’ রীতি নিয়েছে। কংগ্রেসে চূড়ান্ত পরিবারতান্ত্রিক রাজনীতি চলছে বলেও অভিযোগ করেন তিনি। শোনা যাচ্ছে, লোকসভা নির্বাচনে দলছুট এই কংগ্রেসি নেতাকে কেরলের কোনও কেন্দ্রে প্রার্থী করতে পারে বিজেপি।