নয়া দিল্লি: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) রায়বরেলিতে (Raebareli) জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। পঞ্চম দফায় ভোট প্রচারে ছেলের হয়ে এবার প্রচারে দেখা গেল মা সনিয়া গান্ধীকে (Sonia Gandhi)। দীর্ঘদিন এই রায়বরেলি থেকেই কংগ্রেস সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে এসেছে সনিয়া। তবে শারীরিক অসুস্থতার কারণে ২০২৪ এর লোকসভা ভোট থেকে সরে এসেছেন ৭৭ বছরের সনিয়া। যদিও ছেলে রাহুলের হয়ে এসিন প্রচারে আসেন তিনি। রায়বরেলিতে রাহুলের প্রচারে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় সনিয়াকে। তিনি বলেন, 'ছেলেকে আপনাদের হাতে সঁপে দিলাম। ও আপনাদের নিরাশ করবে না'।                                          


এদিনের জনসভায় সনিয়া মিনিট পাঁচেক ভাষণ দেন। তাঁর বক্তব্যে বার বার উঠে আসে পুরনো দিনের কথা। সনিয়া বলেন, রায়বরেলির মানুষ সেবা করার সুযোগ দিয়েছে তাঁকে। যা তাঁর জীবনের বড় পুঁজি। কংগ্রেস নেত্রী বলেন,‘‌অমেঠি ও রায়বরেলি আমার পরিবার। আমাদের পরিবারের শিকড় গত ১০০ বছর ধরে এই মাটির সঙ্গে যুক্ত। ইন্দিরাজির হৃদয়ে রায়বেরেলির জন্য একটি বিশেষ জায়গা ছিল। মনে এখানকার মানুষের প্রতি অগাধ ভালোবাসা ছিল। প্রিয়াঙ্কা ও রাহুলকে আমি সেই শিক্ষা দিয়েছি, যা ইন্দিরাজি আমাকে দিয়েছিলেন। সকলকে সম্মান করো। অন্যায়ের বিরুদ্ধে এবং অধিকার রক্ষার জন্য লড়াই করো।’‌  






আরও পড়ুন, 'আগে পায়ে ব্যান্ডেজ বেঁধেছিল এখন সেফটিপিন লাগিয়েছে', মমতাকে 'নাট্যকার' কটাক্ষ শুভেন্দুর


প্রসঙ্গ রায়বরেলি


এই কেন্দ্র থেকেই পাঁচবার সাংসদ হওয়ার লড়াই করেছিলেন সনিয়া গান্ধী। শুধু তাই নয়, ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধীও একসময় এই আসন থেকেই লড়াই করেছিলেন। সেই কেন্দ্রে এসে তাই আবেগপ্রবণ হয়ে পড়েন সনিয়া। বারংবার তাঁর ভাষণে উঠে অমেঠি এবং রায়বরেলির প্রসঙ্গ।   


এর আগের একটি জনসভায় রায়বরেলির সঙ্গে কংগ্রেসের পুরনো সম্পর্কের কথা উল্লেখ করে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রাহুল গান্ধী। স্মৃতিচারণা করে বলেন, "রায়বরেলির সঙ্গে আমাদের ১০০ বছরের সম্পর্ক। কিছুদিন আগে আমি যখন আমার মায়ের সঙ্গে বসেছিলাম তখন আমি তাঁকে বলি যে একটি ভিডিওতে আমি বলেছি আমার দুটো মা আছে সনিয়াজি এবং ইন্দিরাজি। আমার মা এটা পছন্দ করেননি। কিন্তু, আমি তাঁকে ব্যাখ্যা করে বোঝাই যে একজন মা হলেন তিনি যিনি সন্তানকে রাস্তা দেখানোর পাশাপাশি তাকে রক্ষা করে। আমার মা এবং ইন্দিরাজি দুজনেই আমার জন্য তাই করেছেন। এটা আমার দুই মায়েরই কর্মভূমি। এটাই হল কারণ রায়বরেলি থেকে আমার ভোটে লড়াই করার।" 


প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস শুধুমাত্র রায়বরেলি আসনেই জিতেছিল। এখন কংগ্রেসের এই দুর্গ বাঁচানোর চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন রাহুল গান্ধী, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে