Infinix Phone: ইনফিনিক্স জিটি ২০ প্রো (Infinix GT 20 Pro) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২১ মে। ইনফিনিক্স সংস্থার এই ফোন (Infinix Gaming Phone) আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চের আগে সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ভারতে লঞ্চের পর ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart India) থেকে। এপ্রিল মাসে ইনফিনিক্সের এই ফোন লঞ্চ হয়েছে সৌদি আরবে। এবার আসছে ভারতের বাজারে। সৌদি আরবে লঞ্চ হওয়া ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ চিপসেট। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোন একটু আদর্শ গেমিং ফোন হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোনে থাকবে একটি X5 Turbo গেমিং চিপ। 


ভারতে ইনফিনিক্স জিটি ২০ প্রো ফোনের দাম কত হতে পারে 


শোনা যাচ্ছে, এই ফোনের দাম ভারতে শুরু হতে পারে ২৫ হাজার টাকার কম থেকেই। তবে ইনফিনিক্স সংস্থা এখনও নিশ্চিত ভাবে কিছু ঘোষণা করেনি। তাই লঞ্চের পর দামের হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে। 


ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো সংস্থারও নতুন একটি ফোন 


২১ মে- ই ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো ওয়াই২০০ প্রো ফোন। এই ৫জি ফোনে থাকবে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট। এখনও এই ফোনের দাম কত হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, ভারতে ভিভো ওয়াই২০০ প্রো ৫জি ফোনের দাম শুরু হতে পারে ২৫ হাজার টাকার আশপাশ থেকে। এর আগে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২০০ এবং ভিভো ওয়াই২০০ই ফোন। এই দুই ফোনের দলেই নাম জুড়তে চলেছে ভিভো ওয়াই২০০ প্রো ফোনের। 


এই ফোনের ব্যাক প্যানেলে থাকবে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। আর ডিসপ্লের উপর ফ্রন্ট ক্যামেরা সেনসরের জন্য থাকবে হোল পাঞ্চ কাট আউট। এক্স মাধ্যমে ভিভো ওয়াই ২০০ প্রো ৫জি ফোনের টিজার প্রকাশ হয়েছে। সেখানে দেখা গিয়েছে কালো এবং সবুজ রঙে কার্ভড ডিসপ্লে নিয়ে এই ফোন লঞ্চ হতে চলেছে দেশে। ৮ জিবি র‍্যাম নিয়ে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই সিরিজের এই ৫জি মডেল। এছাড়াও থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাপোর্ট। ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকার কথা রয়েছে ভিভো ওয়াই২০০ প্রো ফোনে। 


আরও পড়ুন- ৬০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত ফোন, দাম ১৫ হাজারের কম, কোন কোন ফোন পাবেন? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।