কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি-র দুই প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর যোশীকে প্রার্থী না করার বিষয়টিকে দুঃখজনক বলে আখ্যা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আজ সকালে আমি আডবাণীজির সঙ্গে কথা বলেছি। আমি তাঁর স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিয়েছি। তিনি জানান, আমি ফোন করায় খুশি হয়েছেন। বিজেপি-র প্রতিষ্ঠাতা সদস্যদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, সেটা দুঃখজনক। এটা বিজেপি-র অভ্যন্তরীণ বিষয়। আমি বেশি কিছু বলতে চাই না।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মমতা বলেছেন, ‘আসল চৌকিদারদের প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু রাজনৈতিক ফায়দা তোলার জন্য যারা রাজনৈতিক চৌকিদার সাজছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা নেই।’ ‘মিশন শক্তি’ নিয়েও মোদিকে আক্রমণ করে মমতা বলেছেন, ‘মোদি মহাকাশে গিয়েছেন না গবেষণা করেছেন? তিনি শুধু রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন।’