ন্যাজাট: 'খেলা হল বিহারে, ভাইপো যাবে তিহাড়ে', ন্যাজাটে বিজেপির প্রথম সভাতেই হুঙ্কার দিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বলেন, 'চুরি-দুর্নীতি নিয়ে কোনও খেলা থাকলে অলিম্পিক্সে সোনার মেডেল পেত তৃণমূল।' দুর্নীতির অভিযোগে শান দেওয়ার পাশাপাশি এদিনের সভা থেকে সন্দেশখালির লড়াইয়ে পাশে থাকার বার্তাও দেয় বিজেপি। সুকান্তর তোপ, 'মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও তাঁর রাজ্যে নারীরা নিরাপদ নন। 
সন্দেশখালির ঘটনা বাংলার লজ্জা।' সন্দেশখালির লড়াইয়ে গেরুয়া শিবির যে তাদের পাশে রয়েছে সে কথাও বলেন গেরুয়া শিবিরের নেতারা। 


আক্রমণ সুকান্তর...
ন্যাজাটের সভা থেকে তৃণমূলের জনগর্জন সভার প্রসঙ্গও উত্থাপন করেন সুকান্ত। বলেন, 'কিছুক্ষণ আগে ভাইপো বলছিল, নরেন্দ্র মোদি নাকি বহিরাগত। এরকম বহিরাগত মানুষ, যিনি মহিলাদের ইজ্জত বাঁচানোর কথা বলেন, তাঁকে আমরা মাথায় তুলে রাখব। আর শেখ শাহজাহানের মতো লোককে জেলের ভিতরে রাখব।' গত ৫ জানুয়ারি সন্দেশখালির তৎকালীন তৃণমূল নেতা (বর্তমানে সাসপেন্ডেড) শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে ব্যতিক্রমী আক্রমণের মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। অভিযোগ, শাহজাহানের অনুরাগীরা তাঁদের ও কেন্দ্রীয় বাহিনীর উপর চড়াও হয়, বেধড়ক মারধর করে। এমনকি রেয়াত করা হয়নি সংবাদমাধ্য়মের কর্মীদের। তার পর থেকে টানা খবরে থেকেছে উত্তর ২৪ পরগনার ওই এলাকা। একদিকে যখন শেখ শাহজাহানের খোঁজে উত্তাল রাজ্য, তখনই অন্য দিকে তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের চেহারাও সামনে এসেছে। দুর্নীতি, গা-জোয়ারি থেকে শুরু করে নারী-নির্যাতন, অভিযোগের তালিকা লম্বা হয়েছে দ্রুত। অবশেষে, ৫ জানুয়ারির ঘটনার ৫৬তম দিনে গ্রেফতার হয় শেখ শাহজাহান। তার মধ্যে অবশ্য সেখানকার পরিস্থিতি পরিদর্শনে যেতে গিয়ে প্রশাসনের বাধার মুখে পড়ার অভিযোগ এনে রাজ্য রাজনীতিতে তুমুল হইচই বাধায় বিরোধী দলগুলি। ন্যাজাটের সভায় এদিন সুকান্ত বলেন, 'কোর্টের ভিতর, কোর্টের বাইরে-আমরা সর্বত্র আপনাদের জন্য লড়াই করছি।' 


অভিষেককে আক্রমণ...
'ভাইপোকে বলছি, ভাল করে লিখে করুন। আগামীর রায়, চোর ভাইপোর বিদায়,', সভায় তীব্র কটাক্ষ শোনা যায় রাজ্য বিজেপি সভাপতির মুখে। সঙ্গে বলেন, 'তৃণমূল মাইক বাজাত, খেলা হবে। এখন আর বাজাচ্ছে? খেলা হল বিহারে, ভাইপো যাবে তিহাড়ে। ভাইপোর এবার সময় আসছে।' সিবিআই থেকে  প্রত্যেকটি সংস্থাকে সুকান্তর আর্জি, ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে যেন তাঁদের অভিযোগের কথা শোনা হয়। 'চোর-ধর্ষণকারী-লম্পটরা' যাতে জেলে থাকে, তারও ব্যবস্থা করা হয় বলেও আহ্বান জানান তিনি।


আরও পড়ুন:আপনার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হলেন? পুরনো নেতা না কি নতুন মুখ?