লখনউ: মথুরা থেকে এবারও হেমা মালিনীকে জেতানোর জন্য প্রার্থী করেছে বিজেপি। হেমার মুখ দেখানো যাবতীয় বিজ্ঞাপনের সম্প্রচার বন্ধ করতে নির্বাচন কমিশনে দাবি পেশ করল রাষ্ট্রীয় লোকদল। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী অফিসার এল বেঙ্কটেশ্বরালুকে চিঠি পাঠিয়ে আরএলডি মুখপাত্র অনিল দুবে বলেছেন, তারকা অভিনেত্রী হেমা মালিনীকে দিয়ে জল পরিশোধনের মেশিনের বিজ্ঞাপন দেখা যাচ্ছে বিভিন্ন মিডিয়ায়। তাতে তিনি ওই মেশিনে পরিশোধিত জল খেতে আবেদন করছেন মানুষকে। এতে মডেল নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে। হয় যাবতীয় সংবাদ মাধ্যমে ওই বিজ্ঞাপনের প্রদর্শন বন্ধ করা হোক অথবা ওই বিজ্ঞাপনের খরচের টাকা হেমা মালিনীর নির্বাচনী প্রচারের ব্যয়ের সঙ্গে যুক্ত করা হোক।
এ ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বেঙ্কটেশ্বরালু।
মথুরায় প্রার্থী হেমা মালিনীর যাবতীয় বিজ্ঞাপন বন্ধের দাবি আরএলডি-র, চিঠি কমিশনে
Web Desk, ABP Ananda
Updated at:
23 Mar 2019 09:07 PM (IST)
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -