অমৃতসর: পাকিস্তান যদি সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করে, তাহলে ভারত নদীর জল দেওয়া বন্ধ করে দেবে। আজ পাকিস্তানের উদ্দেশে এমনই হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরি।
এদিন বিজেপি প্রার্থী হরদীপ পুরীর সমর্থনে প্রচার করতে পঞ্জাবের অমৃতসরে যান গডকরি। সেখানেই তিনি বলেন, ‘১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে জলবণ্টনের চুক্তি হয়। তার ভিত্তি ছিল শান্তিপূর্ণ সম্পর্ক। কিন্তু সন্ত্রাসবাদের বর্তমান মুখ যদি বদল না হয়, তাহলে জল বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে সময় নেবে না ভারত। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ভারত থেকে পাকিস্তানে বয়ে যাওয়া নদীগুলির জল বন্ধ করার পরিকল্পনা করছে। কৃষিকাজে লাগানোর জন্য উদ্বৃত্ত জল দেওয়া হবে পঞ্জাব ও হরিয়ানাকে।’
গডকরি আরও দাবি করেছেন, গত পাঁচ বছের মোদি সরকার যে কাজ করছে, তা ৫০ বছরেও হয়নি। অমৃতসর সহ ৬টি শহরে দোতলা বাস চালু করার কথা ভাবছে সরকার। এছাড়া বাণিজ্যের উন্নতির লক্ষ্যে দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ে তৈরির পরিকল্পনা করা হয়েছে। এর ফলে অমৃতসর থেকে দিল্লি যাওয়ার সময় চার ঘণ্টা কমে যাবে।
সন্ত্রাসবাদে মদত বন্ধ না করলে নদীর জল পাবে না পাকিস্তান, হুঁশিয়ারি গড়করির
Web Desk, ABP Ananda
Updated at:
08 May 2019 09:10 PM (IST)
এদিন বিজেপি প্রার্থী হরদীপ পুরীর সমর্থনে প্রচার করতে পঞ্জাবের অমৃতসরে যান গডকরি।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -