বিজেন্দ্র সিংহ, ব্রতদীপ ভট্টাচার্য ও উজ্জ্বল মুখোপাধ্যায়: বাংলায় বিজেপি-র রোডম্যপ নিয়ে পর পর দ্বিতীয় দিন বৈঠক। মঙ্গলবার আবারও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে বাংলায় এসে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলকে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন শাহ (Amit Shah)। সেই লক্ষ্যপূরণের পথে কী কী করণীয়, তা নিয়েই দু'পক্ষের মধ্যে আলোচনা বলে জানা গিয়েছে। যদিও বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (Lok Sabha Elections 2024)।
নজরে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তার আগে বাংলায় গেরুয়া শিবিরের ঘুঁটি সাজাতে গভীর রাতে দিল্লিতে শাহি-বৈঠক। বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত এবং বিরোধী দলনেতা শুভেন্দুকে নিয়ে বৈঠক করলেন শাহ। লোকসভার জন্য আগেই লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন শাহ। তাঁকে বলতে শোনা গিয়েছিল, "৩৫টি আসন পেলে '২৬ পর্যন্ত যাবে না। তার আগেই সরকার ফুস।"
সেই লড়াইয়ের কথা মাথায় রেখেই, সোমবার বাংলার বিজেপি নেতাদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন শাহ। মঙ্গলবার ফের বঙ্গ বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত এবং শুভেন্দুকে নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর, কয়েকঘণ্টার শাহি-বৈঠকে সংগঠন ছাড়াও রাজ্যের আইনশৃ্ঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
আরও পড়ুন: বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা চায় রাজ্য, শুভেন্দু বললেন, ‘বিচারাধীন বিষয় তুলতে পারে না রাজ্য’
২০২১-এর বিধানসভা নির্বাচনের পর, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনেও বাংলায় বিপুল জয় পেয়েছে তৃণমূল। তাদের ধারেকাছেও পৌঁছতে পারেনি বিজেপি। তবে সেই ধাক্কা ভুলে এবার তারা লোকসভা নির্বাচনের জন্য় ঝাঁপাতে চাইছে। সেই আবহে সোমবার এবং মঙ্গলবার, পর পর দু'দিন নিজের বাড়িতে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। তার জন্য সোমবার রাতে কলকাতা ফিরে মঙ্গলবার ফের দিল্লি গেলেন সুকান্ত-শুভেন্দু।
২০১৯-এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে চোখে পড়ার মতো ফল করেছিল বিজেপি। সেবার ২ থেকে একলাফে তাদের আসন বেড়ে হয়েছিল ১৮।
প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছিল গেরুয়া শিবির। কিন্তু তার পর থেকে একের পর এক নির্বাচনে বঙ্গে বিজেপির ভোটের গ্রাফ ক্রমশ নিম্নমুখী।২০২১ সালে বিধানসভা নির্বাচনে ২০০ আসনের টার্গেট নিয়ে ময়দানে নেমে, বিজেপি থামে ৭৭-এ।
প্রাপ্ত ভোটের হার নেমে আসে ৩৮ শতাংশে। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে প্রায় ২৪ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। তাই লোকসভা নির্বাচনের আগে কোনও খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। তবে এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। দলের বিধায়ক তাপস রায় বলেন, "যা খুশি করে করুক। ওদের দলের একে অপরকে কেউ মানে না। সেই জন্য কেন্দ্রীয় নেতৃত্ব খুবই হতাশ। সেই কারণে মিটিং ডাকতে পারে।"