বিটন চক্রবর্তী ও ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: দলীয় কর্মীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে খেজুরিতে প্রতিবাদ মিছিল বিরোধী দলনেতা। মিছিল ও সভা থেকে পুলিশকে তুলোধনা করলেন শুভেন্দু অধিকারীর। শাসকদলকে চাঁচাছোলা আক্রমণ বিরোধী দলনেতার। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 


খেজুরি থানা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত মিছিলের পরে বিদ্যাপীঠ মোড়ে সভা করেন শুভেন্দু অধিকারী। সভা থেকে তৃণমূল ও পুলিশকে তুলোধনা করেছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'চোর মমতা আর তাঁর মমতা পুলিশ এখানে ১০ জন বিজেপি নেতাকে গ্রেফতার করেছে। বিদ্যাপীঠ থেকে বোগা ৫০ হাজার লোক রাস্তায় হাঁটছে। পূর্ব মেদিনীপুরের কোথাও তৃণমূল নামক আবর্জনা নেই। তাই পুলিশকে দিয়ে যত নোংরা কাজ করা যায়। ৭৫ বছরের বৃদ্ধ প্রধানকে গ্রেফতার করেছে।'


নির্বাচনী সন্ত্রাসের অভিযোগও তুলেছেন শুভেন্দু অধিকারী, '২১ সালে নির্বাচনের পরে যে সন্ত্রাস করেছে, ৫৫ জন, ৫৬ জন বিজেপি কর্মীকে খুন করেছে। সেদিন থেকে এই চোর মমতার পতন শুরু হয়েছে। পরবর্তী সময় অপা - পার্থর বাড়ি থেকে ৫১ কোটি টাকা উদ্ধার থেকে লাস্ট জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার। তার পরবর্তী সময় শাহজাহান শেখের বিরুদ্ধে সন্দেশখালির মাতৃ শক্তির গর্জন, তৃণমূল আগে চলে গেছিল কোমায় আর সন্দেশখালির ঘটনায় তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল কোথাও নেই।'


তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, 'কেউ যদি কোনও গন্ডগোল করে, পুলিশের উপর আক্রমণ করে। আইন আইনের পথে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্ররোচণার রাজনীতি, উস্কানির রাজনীতি শুভেন্দু অধিকারী করে থাকেন। উনি সেই কারণেই ওখানে গিয়েছেন। মানুষ তাতে সাড়া দেবেন না।'
 
মিছিলে বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেনদু অধিকারী, কাঁথি দক্ষিণের বিধায়ক অরূপ দাস ও খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক।


লোকসভা নির্বাচন দোরগোড়ায়। শনিবারই দিনঘোষণা হবে লোকসভা নির্বাচনের। বাংলায় একাধিক দফায় ভোট হতে পারে। তার আগে থেকেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন সকলে। রাজ্যে চারবার এসেছেন নরেন্দ্র মোদি। মমতা-অভিষেকও রাজ্যের নানা কোণায় প্রচার শুরু করেছেন। রাজ্যে জোরকদমে প্রচারে নেমেছেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরে বিজেপির ভাল ফলের লক্ষ্যে প্রায় মাটি কামড়ে প্রচার চালাচ্ছেন শুভেন্দু। সর্বত্র তাঁর নিশানায় তৃণমূল এবং রাজ্য পুলিশ-প্রশাসনের একাংশ। এদিনই খেজুরিতে প্রচারে গিয়ে তোপ দেগেছেন পুলিশকেও। 


আরও পড়ুন: লোকসভায় মোদি-ঝড়? কত আসন পেতে পারে এনডিএ? কী বলছে সি-ভোটার?