কলকাতা : ভোট বোধহয় সত্যিই বড় বালাই ! প্রচারে গিয়ে ভোট-প্রার্থীদের কাণ্ডকারখানা দেখলে যারপরনাই অবাকও হতে হয়। বিরোধীদের মুণ্ডপাত থেকে শুরু করে গরম-গরম ভাষণ তো আছেই, সুযোগ পেলে ভোটদাতাদের নজর কাড়তে ঘর-গেরস্থালির রোজকার কাজকেও প্রচারের হাতিয়ার হিসেবে কাজে লাগিয়ে দিচ্ছেন প্রার্থীরা। এই তো সেদিন প্রচারে গিয়ে আরামবাগের বিজেপি প্রার্থী বসে পড়েন দুধ দুইতে। খড় কাটেন। ঘুঁটেও দেন। আর গতকাল তামিলনাড়ুর AIADMK প্রার্থী কাপড় কাচতে লেগে পড়েন। 


আরামবাগের বিজেপি প্রার্থী মধুসূদন বাগ ঘুঁটে দিয়ে, খড় কুচিয়ে এমনকি গরুর দুধ দুইয়ে আপাতত খবরের শিরোনামে। আরামবাগের গৌর হাটি এলাকায় প্রচারে,বেরিয়ে গরুর দুধ দুয়েছেন বিজেপি প্রার্থী মধুসূদন বাগ। সালেপুরে গিয়ে খড় কাটতেও দেখা যায় তাঁকে। এমনকি গ্রামের এক মহিলাকে ঘুঁটে দিতে দেখে তাঁর উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নিজেই হাঁটু মুড়ে বসেন পড়েন ঘুঁটে দিতে।




AIADMK প্রার্থী থাঙ্গা কাথিরাবান। নাগাপট্টিনম আসন থেকে ভোট প্রত্যাশী তিনি। ঘরে ঘরে ঘুরে প্রচার সারছিলেন গতকাল। বান্দিপেটাই এলাকায় প্রচার চলাকালীন হঠাৎই বসে পড়েন। হাতে তুলে নেন ভেজানো কাপড়। কাচতে শুরু করেন। দলীয় কর্মী-সমর্থকরা সহায়তার চেষ্টাও করেন তাঁর এ কাজে। মধুসূদনের ক্ষেত্রে অবশ্য তাঁর সঙ্গে যাওয়া বিজেপি সমর্থকরা পাশে দাঁড়িয়ে থেকে প্রার্থীকে ভরসা দিলেও তাঁর কাজে হাত লাগাতে এগিয়ে আসেননি।




থাঙ্গা কাথিরাবান এই প্রথমবার লড়ছেন নাগাপট্টিনম থেকে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ভোটে জিতলে ওয়াশিং মেশিন দেবেন মহিলাদের। যাতে কষ্ট করে তাঁদের আর কাপড় কাচতে না হয়। প্রতিশ্রুতি রক্ষা করতে তিনি যে মরিয়া সেটাই বোঝানোর চেষ্টা প্রার্থী করেছেন বলেই মনে করছেন থাঙ্গার দলের সমর্থকরা। বিপক্ষ অবশ্য গোটা বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না। তারা বিষয়টা ভোট চাওয়ার স্টান্ট হিসেবেই সামনে তুলে ধরছেন।




তামিলনাড়ুতে এবার বিজেপি-র সঙ্গে জোট বেঁধে লড়ছে AIADMK। একদফায় ৬ এপ্রিল ভোট সে রাজ্যে। পশ্চিমবঙ্গের মতোই সেখানেও ভোট গণণা ২ মে।