কোচবিহার: শীতলকুচি গুলিকাণ্ডে এবার ২ অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জনকে তলব করল সিআইডি। কালই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানায় কেন্দ্রীয় বাহিনী। আবেদন নাকচ করে দেয় সিআইডি। কী কারণে গুলি চালানো হয়েছিল, তা জানতেই কেন্দ্রীয় বাহিনীকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।
ভোট পরবর্তী অশান্তির খবর পেয়ে, গত কয়েক দিন ধরে রাজ্যের নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর এবার শীতলকুচি গুলিকাণ্ডে, দুই অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬জনকে তলব করলে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। মঙ্গলবার ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।
গত ১০ এপ্রিল, চতুর্থ দফার ভোটের দিন কোচবিহারের শীতলকুচির জোর পাটকির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের। সিআইডি সূত্রে খবর, ঘটনার দিন ১২৬ নম্বর বুথে, কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ান কর্তব্যরত ছিলেন। তাঁদের মধ্যে একজন ডেপুটি কম্যাড্যান্ট, একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এবং চারজন কনস্টেবল ছিলেন।
কী কারণে গুলি চালানো হয়েছিল, তা জানতে ওই ৬জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিআইডি। সূত্রের খবর, করোনাআবহে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফে। কিন্তু তা খারিজ করে দিয়ে মঙ্গলবার ভবানীভবনে সশরীরে ৬ জনকে হাজিরা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, শীতলকুচিতে গুলিকাণ্ডে প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল।সেদিনের ঘটনাকে এদিন ফের গণহত্যা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কিছু ফেক ভিডিও প্রকাশ করা হচ্ছে, যারা সরকারের জয়টাকে মেনে নিতে পারছে না। বলছে কোথায় জেনোসাইড হল দেখতেই পেলাম না, আর জেনোসাইড তো হয়েছি শীতলকুচিতে। আর তো কোথাও হয়নি।
এদিকে শীতলকুচি গুলিকাণ্ডে, কেন্দ্রীয় বাহিনীর আগে সোমবার মাথাভাঙার আইসি-সহ আরও ২ জন পুলিশ অফিসারকে তলব করেছিল সিআইডি। ওই দুই অফিসারের মধ্যে রয়েছেন মাথাভাঙা থানার এএসআই সুব্রত মণ্ডল ও রাফা বর্মন। সুব্রত মণ্ডল নির্বাচনের দিন ক্যুইক রেসপন্স টিমের দায়িত্বে ছিলেন। এএসআই রাফা বর্মন ভোটের দিন সেক্টর অফিসারের দায়িত্বে ছিলেন।
সিআইডি সূত্রে দাবি করা হচ্ছে, ১০ এপ্রিল এএসআই সুব্রত মণ্ডল, কেন্দ্রীয় বাহিনীকে রাস্তা চিনিয়ে শীতলকুচির ১২৬ নম্বর বুথে নিয়ে গেছিলেন। কার নির্দেশে তিনি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গেছিলেন? কোন পরিস্থিতিতে শীতলকুচির ওই বুথে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল? পুলিশ অফিসারের কাছ থেকে তা জানতে চাওয়া হয় বলে সিআইডি সূত্রে খবর।