২০১৪-য় ছিল হাওয়া, ২০১৯-এ চলছে ‘মোদি সুনামি’, ২০২৪-এ আর নির্বাচনই হবে না, বললেন বিজেপি এমপি সাক্ষী মহারাজ
Web Desk, ABP Ananda | 16 Mar 2019 03:55 PM (IST)
উন্নাও (উত্তরপ্রদেশ): দেশে মোদি সুনামি চলছে। ২০১৯-এর পর দেশে আর কোনও নির্বাচনের প্রয়োজনই হবে না। বললেন স্থানীয় বিজেপি এমপি সাক্ষী মহারাজ। নানা সময়ে বিতর্কিত মন্তব্যের জন্য আলোচনার কেন্দ্রে উঠে আসা সাক্ষী শুক্রবার এখানে বলেছেন, মোদি সুনামি দেশকে জাগিয়ে তুলেছে। ২০২৪-এ কোনও নির্বাচনই হবে না। এবারই একমাত্র নির্বাচন হতে চলেছে, আমরা দেশের নামে পূর্ণ সততার সঙ্গে লড়ছি। ২০১৪-এ যা ছিল মোদি হাওয়া, সেটাই ২০১৯-এ সুনামিতে পরিণত হয়েছে এবং কেউ তাঁর আবার প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে পারবে না বলেও অভিমত জানান সাক্ষী। বলেন, আগের চেয়ে এবার আরও ভাল ফলের আশা করছি। পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, কিছু লোকজন অবশ্য চেষ্টার ত্রুটি রাখছে না। প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকে নামাচ্ছে বা জোট বাঁধছে, কিন্তু মোদি আমাদের নেতা এবং সবাই বলছে, মোদি হ্যায় তো দেশ হ্যায় (মোদি থাকলেই দেশ থাকবে)। কোনও দল বা সাক্ষী মহারাজ নয়, এবারের নির্বাচন হবে দেশরক্ষার নামে। উত্তরপ্রদেশে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে প্রিয়ঙ্কাকে পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক নিযুক্ত করেছে কংগ্রেস। পাশাপাশি রাজ্যে লোকসভা ভোটে বিজেপিকে হারাতে নির্বাচনী রফা করেছেন অখিলেশ সিংহ যাদব, মায়াবতী।