রাঁচি : এবার কেন্দ্রের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুললেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল (Arvind Kejriwal's Wife Sunita Kejriwal)। জেলে দিল্লির মুখ্যমন্ত্রীকে 'খুনের' চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তাঁর। শুধু তা-ই নয়, জেলবন্দি কেজরিওয়াল যে খাবার-ই খাচ্ছেন, তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 


আজ রাঁচিতে I.N.D.I.A ব্লকের বড়সড় সমাবেশ ছিল। বিরোধী শিবিরের অন্যতম প্রধান দুই মুখ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren) ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে 'ন্যায় উলগুলান সভা'-র আয়োজন করা হয়। সেখানেই বক্তব্য রাখছিলেন সুনীতা কেজরিওয়াল। লোকসভা ভোটের আবহে আয়োজিত এই মঞ্চে ফের একবার একজোট হলেন বিরোধী নেতৃত্ব।


ফের একবার সরব হলেন দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী। সুনীতা বললেন, "ক্ষমতার কোনো লোভ নেই অরবিন্দ কেজরিওয়ালের। উনি শুধু দেশের সেবা করতে চান। উনি দেশকে এক নম্বর বানাতে চান। উনি বলেন যদি শিক্ষিত লোকেরা রাজনীতিতে না আসেন, তাহলে কী করে দেশের উন্নতি হবে ? জেলের তালা ভাঙবে, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন বেরোবেন।"


এরপরই তিনি অভিযোগ তোলেন, জেলে দিল্লির মুখ্যমন্ত্রীকে ইনসুলিন নিতে দেওয়া হচ্ছে না। গত ১২ বছর ধরে তিনি ইনসুলিন ব্যবহার করছেন বলে জানান সুনীতা। জেলে তাঁকে খুনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগও তোলেন তিনি। তাঁর কথায়, "অনেকেই বলেন রাজনীতি খুব নোংরা জিনিস। সেটা সত্যি। ওরা খাবারের ওপর ক্যামেরা ফিট করে রেখেছে। ওঁর প্রত্যেকটি খাবারের দানা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হচ্ছে। উনি সুগারের রোগী। গত ১২ বছর ধরে প্রতিদিন ৫০ ইউনিট করে ইনসুলিন নিচ্ছেন। কিন্তু, জেলে ওঁকে ইনসুলিন নিতে দেওয়া হচ্ছে না। ওরা দিল্লির মুখ্যমন্ত্রীকে খুন করতে চাইছে।"


এরপরই জেল থেকে কেজরিওয়ালের পাঠানো বার্তা পাঠ করেন তিনি। লোকসভা ভোটে আম আদমি পার্টির করা প্রতিশ্রুতি ব্যাখ্যা করে শোনান। সুনীতা বলেন, "উনি (অরবিন্দ কেজরিওয়াল) বলেছেন যদি ইন্ডিয়া ব্লক ক্ষমতায় আসে এবং দায়িত্ব দেওয়া হয়, আমরা সবাই মিলে ভারতকে মহান বানাব। I.N.D.I.A শুধু আমাদের নামেই নেই, আমাদের হৃদয়েও আছে।"


আরও বলেন, জেলবন্দি কেজরি-হেমন্তর নামে ফাঁকা চেয়ার বিরোধী জোটের মঞ্চে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।