কলকাতা : বর্ধমান পূর্বের (Burdwan Purba) বিদায়ী সাংসদ সুনীল কুমার মণ্ডলের (Sunil Mondal) জায়গায় এবার তৃণমূলের (TMC News) টিকিটে লড়ছেন চিকিৎসক শর্মিলা সরকার (Sharmila Sarkar)। প্রার্থী তালিকা ঘোষণার পর জীবনে নতুন কিছু গ্রহণ করতে ভয় পান না বলে প্রতিক্রিয়া দিলেন চিকিৎসক-প্রার্থী। অন্যদিকে, টিকিট থেকে বঞ্চিত হয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন বর্ষীয়ান রাজনীতিক সুনীল কুমার মণ্ডল। একহাত নিলেন জেলা নেতৃত্বকে। Lok Sabha Election 2024
শর্মিলা সরকার বললেন, "আমার কাছে তিন-চারদিন আগেই প্রস্তাব আসে। আমি প্রথমদিকে ভাবছিলাম, করব কী করব না। আমি একজন সাইকিয়াট্রিস্ট। মনো চিকিৎসক হিসাবে রোগীদের দেখি। তাঁদের কষ্টটা দেখি। চিকিৎসা করার চেষ্টা করি। অনেক সময় আর্থিক-সামাজিক পরিস্থিতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। সেই জায়গায় মনে হচ্ছিল, সেভাবে যদি কোনও কাজ করতে পারি এটা একটা ভাল সুযোগ। সেই হিসাবে আমার কাছে যখন প্রস্তাব এল তখন মনে হল, ঠিক আছে অনেকদিন সাইকিয়াট্রি করেছি, এবার দেখি না যদি এদিকটা কিছু করতে পারি। অনেক কিছু তো জীবনে নতুন আসে। সেগুলো গ্রহণ করতে অতটা ভয় পাই না। আমি যদি দেখি মানুষরা কষ্ট পাচ্ছেন, তাহলে অবশ্যই আমি আমার নিজের বক্তব্য রাখব। চেষ্টা করব, সেই জায়গাটা একটা সমাধানের দিকে নিয়ে যাওয়ার।"
তবে টিকিট না পেয়ে ক্ষুব্ধ সুনীল মণ্ডল জেলা নেতৃত্বকে একহাত নিয়ে বলেন, "এই প্রার্থী সম্পর্কে আমার কোনও অভিজ্ঞতা নেই বা জানাও নেই। জানি না উনি কীরকম মানুষের সঙ্গে কাজ করতে পারবেন। জেলা সভাপতি এবং মন্ত্রীমশাই...জানি না কী অপরাধ আমি করেছি। রবিবাবু পুনরায় কংগ্রেসকে সাপোর্ট করার জন্য ...শুধু আমাকে নয় ভাল ভাল লোককে জেলা থেকে সরানো হয়েছে। আমাকে সরানো হল। ওঁদের বশ্যতা স্বীকার করতে হবে। ওঁদের মতে চলতে হবে। সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। এঁদের পদতলে যাঁরা থাকবেন না, তাঁদের কেউ জেলায় থাকতে পারবেন না। রবি এবং স্বপন, এঁদের দাদা বলতে আমার ঘৃণা হয়। একটাই দুঃখ যে, দিদি যাঁদের বেশি ভালবাসেন, তাঁরাই দিদির সঙ্গে গদ্দারি করেন।"
আরও পড়ুন ; প্রথম দফায় বিজেপির ২০, লড়াইয়ে তৃণমূলের কারা ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে