বাচ্চু দাস, দার্জিলিং: প্রচারে নামলেন দার্জিলিঙের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা। শুক্রবার প্রথমবার শিলিগুড়িতে প্রচারে নামলেন তিনি। প্রচারের আগে শিলিগুড়ির মাল্লাগুড়িতে হনুমান মন্দিরে দিলেন পুজো। পুজোর শেষে করলেন প্রসাদ বিলি।
কী কী ঘটল?
সকালে পুজো দিলেন শিলিগুড়ির মাল্লাগুড়ির হনুমান মন্দিরে। বিলি করলেন লাড্ডু। সতীর্থদের সঙ্গে মিলে তুললেন, 'জয় বাংলা স্লোগান'। লাড্ডু খেলেনও। পরে বললেন, 'সমতল আমাদের দখলে আছে, পাহাড় আমাদের দখলে আছে তো ডবল কী? আমাদের ৪ টে ইঞ্জিন আছে বললেও চলে। সাধারণ মানুষ আমাকে গ্রহণ করছে। যেখানেই যাচ্ছি গ্রহণ করছে।' বিগ্রেডের জনগর্জন সভার মঞ্চ থেকে ৪২ আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। সেই তালিকা অনুযায়ী, দার্জিলিং থেকে প্রার্থী হয়েছেন গোপাল লামা। তবে এখনও পর্যন্ত এই কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি, সিপিএম বা কংগ্রেস। নির্বাচনের আগে এখনও পর্যন্ত তাই এলাকাজুড়ে একাই প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী।
প্রচার চলছে দিকে দিকে...
সাধারণ নির্বাচনে প্রচারে কেউ যে কোনও খামতি রাখতে চান না, সেটা প্রত্যেক দিনই স্পষ্ট হয়ে যাচ্ছে। উত্তরে যেমন গোপাল লামা প্রচার করেন, তেমনই ঘাটালে এদিন রোড শো করে প্রচার সারতে দেখা যায় তৃণমূল প্রার্থী দেব ওরফে দীপক অধিকারীকে। শুক্রবার, ঘাটালের খড়ার পৌর এলাকার একাধিক ওয়ার্ডে রোড শো করেন অভিনেতা। পৌঁছে যান খড়ার কৃষ্ণপুর এলাকায় খেলার মাঠে। প্রচারের মাঝে ব্যাট হাতে খেলাও শুরু করে দেন। এরপর খড়ার থেকে কুরাণ, গোবিন্দপুর হয়ে পৌছে যান ইড়পালা এলাকায়। হঠাৎ ইড়পালা বাসস্ট্যান্ডে দাদুর চায়ের দোকানে হঠাৎ দাঁড়িয়ে যায় দেবের গাড়ি। গাড়ি থেকে নেমে দেব দাদুর দোকানে চা খেয়ে মিঠাপাতা পান তাতে সুপুরি, মৌরি কস্তুরী দিয়ে পানও খান। এভাবেই দিনভর কর্মী সমর্থকদের নিয়ে ঘাটালের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রচারে ঝড় তুললেন তিনি। পিছিয়ে নেই বাকিরাও। মালদা দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী যেমন প্রয়াত সাংসদ গনি খান চৌধুরীর মাজারে চাদর চড়িয়ে নির্বাচনী প্রচার শুরু করেন এদিনই। বৃহস্পতিবারই দলের পক্ষ থেকে মালদা দক্ষিণের প্রার্থী হিসেবে ইশা খান চৌধুরীর নাম প্রস্তাব করা হয়েছিল। আর এদিন থেকেই প্রচার শুরু। অন্য দিকে বিষ্ণুুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল আবার ভোট প্রচারে বেরিয়ে দোকানে চা তৈরি করে নিজের হাতে বিধায়ক সহ অন্যান্য কর্মীদের খাওয়ান। সব মিলিয়ে জমজমাট ভোটপ্রচার।
আরও পড়ুন:বঙ্গের ৪ জেলাশাসককে বদলির পর নতুন ৪ জনকে নিযুক্ত করল জাতীয় নির্বাচন কমিশন