কলকাতা: গণনার শুরুতেই একের পর এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের! ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৯৯টিই তৃণমূলের! মঙ্গলবার দুপুর ৩টে পর্যন্ত পরিস্থিতি কেমন। দেখে নেওয়া যাক এক ঝলকে।                                               

  


আর কোথায় কোথায় তৃণমূলের জয়



  • পুরুলিয়ায় ১৩টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে

  • নদিয়ায় প্রকাশিত ৩৪টির মধ্যে ২১টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে

  • বীরভূমে এনআইএ-র হাতে ধৃত তৃণমূল প্রার্থী গ্রাম পঞ্চায়েতে জয়ী 

  • গণনার আগেই দক্ষিণ ২৪ পরগনায় ৬৫ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের

  • উত্তর ২৪ পরগনার ২৫, বীরভূমের ৪২টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের

  • পশ্চিম মেদিনীপুরের ২৮, পূর্ব বর্ধমানের ৩৪টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের 

  • হাওড়ার ২৯টি গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস

  • কোচবিহারে ৫টি, উত্তর দিনাজপুর ৯টি, মালদার ১টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের

  • মুর্শিদাবাদের ২টি, নদিয়ার ১টি, পুরুলিয়ার ৩টি, বাঁকুড়ার ৩৭টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের

  • ঝাড়গ্রামের ৪টি গ্রাম পঞ্চায়েত, পশ্চিম বর্ধমানের ১৪টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের 


এ দিন তৃণমূলের এগিয়ে থাকা নিয়ে  ট্যুইট করেছে তৃণমূলের (TMC) দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তৃণমূলের  (TMC) আইটি সেলের ইনচার্জ দেবাংশু মঙ্গলবার ট্যুইটারে লিখেছেন, 'সারের নাম কুৎসা, গালি। আমজনতাই এথায় মালি। শক্ত শিকড়, তৃণের মূল। বাংলাজুড়ে ঘাসের ফুল'।                


পঞ্চায়েত ভোটে (Panchayat Elections) লাগাতার হিংসা, হুমায়ুন, চিরঞ্জিতের পর এবার হলেও সরব মদন মিত্রও (Madan Mitra)। 'বাংলায় নির্বাচনে রক্তের হোলি খেলা বন্ধ হোক। রক্তের হোলির মধ্যে দিয়ে এটাই যেন শেষ নির্বাচন হয়। মারব, খুন করব, দখল করব, বাংলার এই সংস্কৃতি খুব দুঃখের। পশ্চিমবঙ্গের এই খুনের সংস্কৃতি বন্ধ করতে হবে'। মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রর।                                              


আরও পড়ুন: Panchayat Election Results : 'বাংলায় নির্বাচনে রক্তের হোলি খেলা বন্ধ হোক', হুমায়ুন, চিরঞ্জিতের পর এবার সরব মদন মিত্র


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial