কলকাতা : গণনার শুরুতেই একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল! এখনও পর্যন্ত ৮৩০ টি গ্রাম পঞ্চায়েতের ফল সামনে এসেছে। তাতে এক তরফা তৃণমূল কংগ্রেসের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে। 



  • পশ্চিম বর্ধমানের আমড়াসোতা গ্রাম পঞ্চায়েত দখল করল সিপিএম 

  • ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৮২টিই তৃণমূলের!

  • ৬৬টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, কংগ্রেসের দখলে ৪৮টি ।

  • এখনও পর্যন্ত ১৮টি গ্রাম পঞ্চায়েত দখল করল সিপিএম ।

  • হুগলিতে ১টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে।  

    উল্লেখযোগ্য জয়ের মধ্যে রয়েছে - 


  • দুবরাজপুরে জয়ী কেষ্টকে কেস দেওয়া শিবঠাকুরের তৃণমূলপ্রার্থী স্ত্রী। ট

  • নলহাটিতে জয়ী এনআইএ-র হাতে গ্রেফতার তৃণমূল প্রার্থী।

  • ময়ূরেশ্বরে জয়ী বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রার্থী দুধকুমার মণ্ডল।         

    কার দখলে গ্রাম বাংলা, এতদিন ধরে তোলা এই প্রশ্নের উত্তর মিলবে আজ। তার ট্রেন্ড বোঝা যাচ্ছে সকাল থেকেই । শনিবার ভোটের দিন বঙ্গবাসীর ঘুম ভেঙেছিল মৃত্যুর খবরে, রক্তপাত, হিংসার খবরে। ভোটগ্রহণের দিনটাও খুব শান্তিপূর্ণ গেল না। 

    গণনা স্থগিতের দাবি তুললেন শুভেন্দু

    ডায়মন্ড হারবারে গণনাকেন্দ্রের সামনে বোমাবাজির অভিযোগ তুলে  ট্যুইট করেছেন শুভেন্দু অধিকারী।  ট্যুইটে গণনা স্থগিতের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। তিনি লিখলেন, 'গণনার দিনও ডায়মন্ড হারবার মডেল পুরোদমে কার্যকর রয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা জনাদেশ চুরির মরিয়া চেষ্টা চালাচ্ছে। বিজেপি সহ বিরোধী প্রার্থী ও এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। এজেন্টদের ভয় দেখাতে বোমাবাজি, মারধর, এমনকি অপহরণ করা হচ্ছে। ফকিরচাঁদ কলেজ, কেশপুর, গলসি, কাটোয়া সহ একাধিক গণনাকেন্দ্রে বিরোধীরা ঢুকতে পারছেন না। নির্বাচন কমিশন অবিলম্বে গণনা বন্ধ করে বিরোধী এজেন্টদের গণনাকেন্দ্রে ঢোকা নিশ্চিত করুক', ট্যুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

    হিংসা নিয়ে কড়া বার্তা রাজ্যপালেরও 
    অন্যদিকে ভোটগণনার দিন দিল্লি থেকে ফিরে ফের হিংসা নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যপাল। আনন্দ বোসের মুখে এবার দস্যু রত্নাকরের প্রসঙ্গ। বললেন, 'আজকে দস্যুরাই একদিন ত্রাতা হয়ে উঠতে পারে। যেভাবে রত্নাকর একদিন বাল্মিকী হয়ে উঠেছিলেন। রাজনৈতিক কন্ট্রোলরুম তৈরি করে দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে হিংসা আজ হচ্ছে, তার ফল ভোগ করতে হবে বাংলার ভবিষ্যতকে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাকে সুরক্ষিত করতে হবে', রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কলকাতায় ফিরে বললেন রাজ্যপাল।  

    আরও পড়ুন :                      


    আজ কোন জেলায় কয়টি জেলা পরিষদ, কয়টি পঞ্চায়েত সমিতি, কয়টি গ্রাম পঞ্চায়েতে ভোটগণনা ?


    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন









     


    https://t.me/abpanandaofficial