কলকাতা: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে ক্ষোভ-বিক্ষোভ। ইতিমধ্যেই টিকিট না পেয়ে আফশোসের সুর শোনা গিয়েছে তৃণমূল নেতা অর্জুন সিংহের গলায়। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন, এমনটা হবে আগে জানলে তিনি তৃণমূলে ফিরে আসতেন না। যদিও ছবিটা নতুন নয়। প্রায় প্রতিটা নির্বাচনের আগেই প্রার্থী ঘোষণার পর জলঘোলা হয়। চলে অদলবদল। এবারেও তাঁর অন্যথা হয়নি। এর আগে দলের টিকিট পাবেন কারা, এনিয়ে অতীতে বেশ কড়া বার্তাই দিয়েছিলেন অভিষেক। তবে সেটা শুধুই এই নির্বাচনকে ঘিরেই নয়। এসব ছবিই চেনা। কিন্তু যেটা চেনা নয়, সেখানেই এবার চমক। লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় যাঁরা সুযোগ পাননি, এবার তাঁদের জন্য এবার বিশেষ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মনে রাখবেন আমরা যতদূর সম্ভব, প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো। দুই একজনকে হয়তো দিতে পারিনি। তাঁদের জন্য আমি দুঃখিত। তাঁদের আমি, বিধানসভার ইলেকশন আসছে, বা দলের অন্যান্য পদে নিশ্চয় আমি দেব। কোথাও না কোথাও সুযোগ করে দেব।' মূলত এদিন তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই দেখা যায়, নাম নেই অর্জুন সিংহ, মিমি, নুসরত, অপরূপা পোদ্দারের। টিকিট পাননি সুনীল মণ্ডল, চৌধুরী মোহন জাটুয়াও।
ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে। এদিকে তৃণমূলের প্রার্থী তালিকায় নাম নেই, জানতে পেরেই এদিন সাংবাদিকদের সামনে বিস্ফোরক তিনি। এদিন তিনি বলেন, 'ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে বলেছিল। আগে জানলে তৃণমূলে ফিরতাম না।' এদিকে, অর্জুন সিংহ টিকিট না পাওয়ার প্রতিবাদে, বিক্ষোভে নেমেছে অনুগামীদের দল। এদিকে, মমতার পর পার্থ ভৌমিকের গলাতেও শোনা গিয়েছে আশ্বাসের সুর। বলেছেন, 'নিপীড়িত, বঞ্চিত মানুষের জন্য যে লড়াই সেই লড়াইতে আমি, অর্জুন সবাই পাশপাশি থাকব। হয়তো আগে ও MP ছিল আমি MLA ছিলাম। এখন আমি লোকসভাতে দাঁড়াচ্ছি, ও নিশ্চয় অন্য কিছু সম্মান জনক, দল নিশ্চয় ওর জন্য অন্য কিছু একটা ভাববে। নিশ্চিত ভাবে ও সম্মানজনক কিছু পাবে।'
আরও পড়ুন, বহরমপুরে ঘাসফুলের প্রার্থী ইউসুফ পাঠান, কোন চোখে দেখছেন অধীর চৌধুরী ?
অপরদিকে এদিন মমতা বলেন,' মনে রাখবেন তৃণমূল বনাম বিজেপি। এখানে কংগ্রেস, সিপিএম ওদের সঙ্গে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস বাংলায় একা লড়বে। অসমেও লড়বে। উত্তরপ্রদেশেও লড়বে। একটা সিটে অখিলেশের সঙ্গে কথা হয়েছে। মেঘালয়ে আমরা বিরোধী দল, মেঘালয়েও আমরা লড়ব। আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বাংলা ঠিক করবে। বাংলাই দিশা দেখাবে, বাংলাই পথ দেখাবে। বাংলাই রাস্তা দেখাবে।'