কলকাতা: তৃণমূলের প্রার্থী তালিকা (TMC Candidate List) প্রকাশ্যে আসতেই বড় চমক। বহরমপুর থেকে তৃণমূল প্রার্থী হয়ে লড়াই করছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan) (কেকেআরের জয়ী দলের সদস্য)। স্বাভাবিকভাবেই ইউসুফের নাম প্রকাশ্য়ে আসতেই গুজরাত ইস্যুতে 'বহিরাগত' প্রসঙ্গ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এবার নিজের 'গড়'-এ ইউসুফের নাম তৃণমূলের প্রার্থী তালিকায় আসতেই শাসকদলকে বিঁধলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।


অধীর চৌধুরী বলেন, 'অনেক ভাল হত, যদি ইউসুফ পাঠানকে যথাযথ সম্মান দেওয়া যেত। কিছুদিন আগে বাংলায় রাজ্যসভার ভোট হয়েছিল। বহিরাগতদের রাজ্যসভায় আসন (এমপি) করে দেওয়া হয়েছে। যদি ইউসুফ পাঠানকে সম্মানিতই করতে হবে, তাহলে ওনাকে রাজ্যসভার সদস্যপদ দিত তৃণমূল। ইসসুফকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ভাল চিন্তাভাবনা নেই বলেই দাবি করেন কংগ্রেস নেতা। তোলেন গুজরাতে 'গাটবন্ধন' প্রসঙ্গও। ইউসুফকে রাজ্যে পাঠানোর কারণ হিসেবে ক্ষোভ উগরে বলেন, 'যাতে বিজেপির সাহায্য পাওয়া যায়, আর কংগ্রেস যাতে হারে।'






অপরদিকে, তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফের নাম আসতেই 'বাঙালি ও বহিরাগত' ইস্যুতে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।  মোদি ও ইউসুফ দুজনেই তো গুজরাতের, তবে কী করে ইউসুফের বেলায় ইনসাফ হল, প্রশ্ন তুলেছেন তিনি। বিজেপি নয়, তৃণমূলই প্রকৃত অ্যান্টি বেঙ্গলি, ইউসুফের উদাহরণ টেনে এদিন বোঝালেন সুকান্ত মজুমদার।


আরও পড়ুন, তৃণমূলের প্রার্থী তালিকায় বড়সড় চমক, ডায়মন্ড হারবারে ঘাসফুলের মুখ কে ?


অপরদিকে, 'বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান গুজরাতের লোক , না বাংলার?' তৃণমূলের তালিক তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায বহিরাগত-তে বোঝাই। ওঁর এই বিভাজনের নীতিতে ধিক্কার জানাই, এর জন্যেই পশ্চিমবাংলা পিছিয়ে থাকে', সোশাল মিডিয়ায় পোস্ট অমিত মালব্যর। যদিও প্রার্থী তালিকায় নিজের নাম থেকে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন ইউসুফ পাঠান।