উত্তর ২৪ পরগনা: চাপ আরও বাড়ল শেখ শাহজাহানের ( Sheikh Shahjahan )। যে কোনও দিন জেলে গিয়ে শেখ শাহজাহানকে জেরা করতে পারবে ইডি। নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত (Court)। আদালতের নির্দেশ পেয়েই বসিরহাট জেলে পৌঁছল ইডি (ED)।
জমি দখল, ভেড়ি দখল এবং মাছের আমদানি-রফতানি সংক্রান্ত অভিযোগের মামলায় এবার জেলে গিয়ে শেখ শাহজাহানকে জেরা করার অনুমতি পেল ED। সূত্রের খবর, জেল হেফাজতে থাকাকালীন যে কোনও দিন গিয়ে জেরা করতে পারে কেন্দ্রীয় এজেন্সি, নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। শেখ শাহজাহানকে জেলে গিয়ে জেরা করতে চেয়ে আজ বসিরহাট আদালতে আবেদন জানায় ED। বর্তমানে বসিরহাট জেলে রয়েছেন শেখ শাহজাহান। ED সূত্রে দাবি, জমি দখল, ভেড়ি দখল এবং মাছের আমদানি-রফতানি সংক্রান্ত অভিযোগকে কেন্দ্র করে ECIR দায়ের করা হয়। সেই সংক্রান্ত মামলাতেই আজ শেখ শাহজাহানকে জেলে গিয়ে জেরা করা হবে।
অন্যদিকে ইডির উপর হামলার ঘটনার তদন্তে সম্প্রতি ফের সন্দেশখালিতে গিয়েছিল সিবিআই। CBI হেফাজতে থাকা সুকোমল সর্দার ও মহিবুর মোল্লাকে সঙ্গে নিয়ে এলাকায় যান কেন্দ্রীয় তদন্তকারীরা।ইডির উপর হামলার ঘটনায় যে ৭জনকে গ্রেফতার করে পুলিশ, তাঁদের মধ্যে ছিলেন এই দু'জন। পরে সিবিআই এঁদের হেফাজতে নেয়। এদিন স্থানীয় দোকান মালিক সইফুদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হয়। গাড়িতে বসে থাকা সুকোমল সর্দার ও মহিবুর মোল্লাকে দেখানো হয় তাঁকে। সূত্রের দাবি,সুকোমল ও মহিবুর শুরু থেকে দাবি করে আসছেন, তাঁরা নির্দোষ। তাঁদের ফাঁসানো হয়েছে। সেই তথ্য যাচাইয়ের পাশাপাশি, হামলায় আর কেউ জড়িত কিনা তা শনাক্ত করতেও এদিন ধৃতদের এলাকায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন, এক দশকেরও উপর ভাল সম্পর্ক, চব্বিশে পৌঁছে প্রতিদ্বন্দ্বী, জোরদার প্রচারে অগ্নিমিত্রা ও জুন
স্থানীয় এক দোকান মালিক সইফুদ্দিন মোল্লাকে আটক করে নিজাম প্যালেসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সরবেড়িয়া বাজার থেকে আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়ি-সহ একাধিক জায়গায় গিয়েছিল CBI. এরপর, সরবেড়িয়ার দোকান মালিক সইফুদ্দিন, সুকোমল ও মহিবুরকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। রেশন বণ্টন দুর্নীতির তদন্তে সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে রক্তাক্ত ও জখম হন ED-র আধিকারিকরা। আক্রান্ত হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।ঘটনার ৫৬ দিনের মাথায় গ্রেফতার হন শেখ শাহজাহান। এরপর, গত ৮ মার্চ ইডির উপর হামলার ঘটনার নমুনা সংগ্রহের জন্য ম্য়ারাথন তল্লাশিতে নামে CBI.