আরামবাগ : অপরূপা পোদ্দারের দাবি খারিজ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 'আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন কে টিকিট পাবেন, কে পাবেন না' বলে মন্তব্য করেন তিনি। গতকালই টিকিট না পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অপরূপা।


আরামবাগ থেকে টিকিট না পেয়ে গতকাল বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার সরাসরি তোলেন টাকার প্রসঙ্গ ! কেন দল তাঁকে আরামবাগে টিকিট দেয়নি ? এই প্রশ্নের উত্তর অপরূপা বলেছিলেন, "এর উত্তর আরও ভাল দিতে পারবেন, আমার হুগলি জেলার এক অভিজ্ঞ সাংসদ এবং হুগলি গ্রামীণের দুই মন্ত্রী । অনেক পুরনো দুই বার, তিনবার, চারবারের সাংসদরা...পোড়খাওয়া প্রবীণ নেতৃত্বরা বারবার টিকিট পেয়েছেন। তাঁদের যোগ্যতার ভিত্তিতে। হয়তো আমি যোগ্য ছিলাম না, তাই আমি আবার পাইনি। ২০১৯ সালেও আমি এটাই লিখেছিলাম যে, যখন আমি ভোটে লড়তে যাই আমার কাছে কোনো টাকা ছিল না। আজকের দিনেও ভোটের লড়ার জন্য আমার কাছে কোনো টাকা নেই। এটা আমার হুগলি জেলার গ্রামীণের দুই মন্ত্রী জানতেন। সেই সাংসদও জানতেন। হয়তো দিদিকে বা উপরের নেতৃত্বকে তাঁরা বলেছেন, তাই টাকার জন্য হয়তো...কারণ ভোটে লড়তে গেলে তো টাকা লাগে। আমার কাছে সেগুলো ছিল না। হয়তো আমার মধ্যে অভিজ্ঞতা নেই, তাই আমি পাইনি।" 


যদিও সেই দাবি নস্যাৎ করে আজ কল্যাণ বলেন, "উনি তো আমাকে কোনো দিন বলেননি যে টাকা নেই। তার জন্য উনি লড়তে পারবেন না, এরকম তো আমাকে কোনো দিন জানাননি। ওঁর আর্থিক অবস্থা কি সেটা আমার জানার অবকাশ নেই। ২০১৪ সালে ওঁর আর্থিক অবস্থা কী ছিল যে উনি টিকিট পেয়েছিলেন ? ২০১৯ সালে ওঁর আর্থিক অবস্থা কী ছিল যে উনি টিকিট পেয়েছিলেন ? সেটা উনি বলতে পারবেন। আমি তো বলতে পারব না। আমি এ সম্বন্ধে কিছু জানিই না। আর আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন কে টিকিট পাবেন, কে পাবেন না। কোন প্রার্থীর কী আর্থিক অবস্থা রয়েছে...সে ধনী না গরিব কী মাঝারি, সেটা কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেতে গেলে।"


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে