লখনউ: প্রথম ম্য়াচে জয় আসেনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছিল। আজ ঘরের মাঠে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্য়াচে খেলতে নামবে লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants)।  এখনও পর্যন্ত চলতি আইপিএলে একটি মাত্র ম্য়াচ খেলেছে লখনউ সুপারজায়ান্টস। সেই ম্য়াচে রান তাড়া করতে নেমে হারতে হয়েছিল কে এল রাহুলের দলকে। অন্য়দিকে পাঞ্জাব কিংস তাঁদের প্রথম ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪ উইকেটে ম্য়াচ জিতলেও দ্বিতীয় ম্য়াচে আরসিবির বিরুদ্ধে হেরে গিয়েছিল। 


কাদের ম্যাচ?


আজ আইপিএলে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপারজায়ান্টস ও পাঞ্জাব কিংস









ম্য়াচটি লখনউয়ের একানা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত হতে চলেছে





কখন শুরু?




ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে অর্থাৎ ৭টায় টস আয়োজিত হবে।


কোথায় দেখবেন?


ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।


অনলাইন স্ট্রিমিং?


টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই সিরিজ়।


২০২২ সালে প্রথমবার আইপিএলে আত্মপ্রকাশ করে লখনউ সুপারজায়ান্টস। অন্যদিকে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির আগের নাম ছিল কিংস ইলেভেন পঞ্জাব। লখনউয়ের অধিনায়ক কে এল রাহুল আগে পাঞ্জাবেরই অধিনায়ক ছিলেন। আইপিএলে এখনও পর্যন্ত গত দুটো মরশুম মিলে মোট ৩ বার মুখোমুখি হয়েছে ২ দল। তার মধ্যে ২ বার জয় ছিনিয়ে নিয়েছে লখনউ। শিখর ধবনের নেতৃত্বাধীন পাঞ্জাব একবার জয় পেয়েছিল। তবে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের একেবার তলানিতে রয়েছে লখনউ শিবির। যদিও একটি মাত্র ম্য়াচ খেলেছে তারা। কিন্তু অধিনায়ক কে এল রাহুলের ব্যাটিং পজিশন নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে। টপ অর্ডারে বা ওপেনিংয়ে যে মারমুখি ব্য়াটিং, তা দেখা যায়নি রাহুলের থেকে। সেক্ষেত্রে দেবদত্ত পড়িক্কলকে জায়গা ছেড়ে দিতে পারেন রাহুল। এছাড়াও ডি কক, স্টোইনিস, পুরানের মত তারকা প্লেয়ারদের আরও দায়িত্ব নিতেই হবে। 


অন্য়দিকে পাঞ্জাব শিবির অবশ্য প্রথম ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল। বেয়ারস্টো ফেরার পর ফ্রি ফ্লো ব্যাটিং দেখতে পাওয়া যাচ্ছে টপ অর্ডারে। প্রভসিমরন সিংহ রয়েছে ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করে আসা দেশীয় প্লেয়ার। এছাড়াও লিয়াম লিভিংস্টোনের দুরন্ত ব্য়াটিং তো আছেই। কাগিসো রাবাডা, অর্শদীপ আগের ম্য়াচে খুব একটা ভাল পারফর্ম করতে পারেননি। তাঁদের দিকেও নজর থাকবে।