মুর্শিদাবাদ: বাংলায় পঞ্চায়েত ভোট ( West Bengal Panchayat Poll ) ঘিরে বেলাগাম সন্ত্রাস। পরপর মৃত্যু। বাঙালি হিসেবে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে! বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ( Humayun Kabir ) । রাজ্যভোট-হিংসা নিয়ে তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়েছেন দলের বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বললেন, 'দিদি মুখ্যমন্ত্রী-পুলিশমন্ত্রী, কেন মুর্শিদাবাদে খুনের রাজনীতি হবে? স্বার্থান্বেষী তৃণমূল নেতৃত্ব মুর্শিদাবাদের মানুষের অধিকার খর্ব করছে' ।
দুদিন আগেই নির্বাচন কমিশনকেও তার ভূমিকার কথা মনে করান, প্রাক্তন আইপিএস। ডেবরার বিধায়ক প্রশ্ন করেন, বাম আমলেও খুনের ঘটনা ঘটেছে ! কিন্তু কেন এই ধরনের ঘটনা বন্ধ করা যাচ্ছে না? নির্বাচনের ফল বেরোনোর দিন তিনি আবার বললেন, 'এখানে অবাধ-শান্তিপূর্ণ ভোট হয়েছে, বলা যাবে না। এত মানুষের প্রাণহানি, হিংসার পর শান্তিপূর্ণ বললে মিথ্যাচার করা হবে। হাইকোর্টের নির্দেশ মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলে পরিস্থিতি এমন হত না' ।
প্রাক্তন আইপিএসের আরও অভিযোগ, 'প্রশাসন কোথাও অতি সক্রিয় থেকেছে, কোথাও নিষ্ক্রিয় থেকেছে। যাঁরা নেতৃত্ব দেয় তাঁদের কথা ও কাজ এক হতে হবে। মুখে ভাল কথা বলে ভিতরে হিংস্রতা দেখালে দ্বিচারিতা হয়। ক্ষমতা কারও চিরস্থায়ী নয়, যাঁরা এই কাজ করছেন, ঠিক করছেন না' দলীয় নেতৃত্বকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
হুমায়ুনের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া আগেই দিয়েছিলেন তাঁরই দলীয় সহকর্মী। আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বলেন, 'সংখ্য়ালঘুদের মুখ হিসাবে দলকে চাপে ফেলার চেষ্টা করবেন না।'
আরও পড়ুন :
আজ কোন জেলায় কয়টি জেলা পরিষদ, কয়টি পঞ্চায়েত সমিতি, কয়টি গ্রাম পঞ্চায়েতে ভোটগণনা ?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
শুধু হুমায়ুন নন, তৃণমূলের প্রবীণ সাংসদের মুখেও শোনা গিয়েছে অন্যরকম মন্তব্য। সৌগত রায় সোমবার বলেন, এত জীবন গেল, না হলে ভালো হতো। পরিস্থিতি সবসময় নিয়ন্ত্রণে থাকে না। নির্বাচনী সন্ত্রাসে একের পর এক মৃত্যু, রক্তপাতের প্রেক্ষাপটে কড়া মন্তব্য করেন শিল্পী শুভাপ্রসন্ন! তিনি বলেন, এই বাংলা আমরা দেখতে চাই না। ভারতবর্ষের কোনও রাজ্যে এই হিংসা হয় না। সংস্কৃতির পরিবর্তন চাই। পরিবর্তন চাই' । এছাড়াও বর্তমান পরিস্থিতি নিয়ে দলকে সতর্ক করেন অভিনেতা-রাজনীতিবিদ চিরঞ্জিতও। বললেন, ২৩৫ পেয়েও বুদ্ধদেবকে হারতে হয়েছিল। আজ যা হচ্ছে, আগামী দিনে মানুষ ভালভাবে নাও নিতে পারে ।