কলকাতা: 'পাগড়ি পরে বলে পাঞ্জাবিদের (Pujnabi Or Khalistani Controversy) কেন খালিস্তানি বলা হয়? মুসলিমদেরই বা পাকিস্তানি বলে কেন সম্বোধন করা হয়?' ব্রিগেডের জনগর্জন সভা (Jano Garjon Sabha) থেকে প্রশ্ন তুললেন তৃণমূলনেত্রী। নাম না করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেটা বুঝতে পেরেছেন অনেকেই। গত ফেব্রুয়ারিতে, শুভেন্দু অধিকারীর সন্দেশখালি অভিযানের সময় ধামাখালিতে একজন কর্তব্যরত শিখ আইপিএস অফিসারকে 'খালিস্তানি' বলে সম্বোধন করার অভিযোগ ওঠে বিরোধী দলনেতার বিরুদ্ধে। কলকাতার শিখ সম্প্রদায়ভুক্ত লোকজন দফায় দফায় বিক্ষোভ দেখান। আজ 'জনগর্জন সভা' থেকে সেই ঘটনার দিকেই ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী, ধারণা ওয়াকিবহাল মহলের। 


মুখ্যমন্ত্রী যা বললেন...
'আমি দেখেছি, রাষ্ট্রপুঞ্জেও তাঁরা যখন ডিউটিতে যান, তখনও মাথায় পাগড়ি পরেন, গ্রন্থসাহেব নিয়ে যান। শিখ ব্রিগেড কি নেই? তা হলে কেন পাগড়ি পরে বলেই পাঞ্জাবিদের কেন খালিস্তানি বলা হয়? মুসলিমদেরই বা পাকিস্তানি বলে কেন সম্বোধন করা হয়?', প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে দলিত, আদিবাসী, জনজাতিভুক্ত মানুষদের উপর অত্যাচারের অভিযোগও আনেন। মণিপুরের প্রসঙ্গও এদিন এসেছে তৃণমূলনেত্রীর সমালোচনায়। বলেন, 'বাংলায় কিছু না হতেই লোক চলে আসে। কিন্তু মণিপুর যখন জ্বলছিল তখন কী হচ্ছিল? তখন বিজেপির কী হয়েছিল? বিজেপির কত জন নেতা সেখানে গিয়েছিলেন? নগ্ন মহিলাদের কারা সাহায্য করেছিলেন?' 
এদিনের সভায় মমতার আক্রমণের মূল নিশানা ছিল গেরুয়া শিবির-ই। কখনও বিভেদের রাজনীতি, কখনও আবার কেন্দ্রীয় প্রকল্পকে বাংলাকে বঞ্চনার অভিযোগ-নানা ইস্যুতে সরব হতে শোনা যায় তাঁকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, লোকসভা ভোটের ঠিক মুখে ব্রিগেডে জনগর্জন সভা থেকে এমন চড়া সুরে আক্রমণ করে কার্যত বিরোধী-আক্রমণের সুর বেঁধে দিতে চাইলেন তৃণমূলনেত্রী। একই সঙ্গে রাজ্যের ৪২টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেও একটা 'চমক' দিয়ে দেন তিনি। এদিনের সভার পর আরও একটি বার্তা স্পষ্ট হয়ে গিয়েছে বলে মনে করছেন তাঁরা। এ রাজ্যে যে 'ইন্ডিয়া' জোটের ভবিষ্যতের অপেক্ষায় না থেকে একলাই বিজেপিকে একহাত নেওয়ার পথে হাঁটার মতো প্রস্তুতি নিচ্ছে তৃণমূল, জনগর্জন সভা থেকে সেটা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী। 
ঘটনা হল, বিজেপি-বিরোধী এই জোটের সমীকরণ বাংলায় ঠিক কী চেহারা নেবে, তা নিয়ে নানারকম জল্পনা ছিল। কিন্তু এদিনের সভা থেকে স্পষ্ট, বাংলায় অন্তত একাই লড়ছে তারা।


আরও পড়ুন:বাংলায় আসার আগে রাত ৩টে অবধি ম্যারাথন মিটিং মোদির, হল কি প্রার্থীতালিকা চূড়ান্ত ?