নয়াদিল্লি : ভোটের ( Loksabha Poll 2025 ) দিন ঘোষণা হয়নি। কিন্তু বেজে গিয়েছে রণদামামা। শুক্রবার বাংলায় ভোটের খুঁটিপুজো করছেন নরেন্দ্র মোদি ( Narendra Modi )। আরামবাগ থেকে  বাংলায় প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে রয়েছে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করার পরিকল্পনা। 


 মোদির বঙ্গে পা রাখার পূর্বলগ্নে, বৃহস্পতিবারই  গুরুত্বপূর্ণ বৈঠকে বসে বিজেপির হাইকমান্ড। লোকসভা ভোটে কে কে পদ্মচিহ্নে লড়াইয়ে নামবেন, তার প্রথম তালিকা চূড়ান্ত করতেই এই আলোচনা। বিজেপি সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি এদিন ঘণ্টার পর ঘণ্টা বৈঠক করেন প্রথম লিস্ট তৈরির জন্য। বৈঠকের নেতৃত্বে ছিলেন  মোদি । 


বৃহস্পতিবার সন্ধে নাগাদ শুরু হয় বৈঠক।  শুক্রবার মাঝরাত পেরিয়েও কয়েক ঘণ্টা চলে আলোচনা। রাত  ৩টে পেরিয়ে যায় ঘড়ির কাঁটা। যদি সব কিছু চূড়ান্ত হয়ে থাকে, তাহলে শুক্রবারই প্রকাশ্যে আসতে পারে প্রার্থীদের নাম।  এই তালিকায় বাংলার প্রার্থীদের নাম থাকার সম্ভাবনা ক্ষীণ। রাজনৈতিক মহলের ধারণা,  প্রথম তালিকায় অবশ্যই নাম থাকবে প্রধানমন্ত্রী  মোদির। উত্তর প্রদেশের বারাণসী থেকেই তিনি আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।  গুজরাতের গান্ধীনগর থেকে প্রার্থী হতে পারেন অমিত শাহ। এই হেভিওয়েটদের পাশাপাশি আর কোন কোন নাম বিজেপির ফার্স্ট লিস্টে বের হয়, সেটাই দেখার। এছাড়া মন্ত্রী রাজনাথ সিংহ এবং বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামও থাকতে পারে।  এখন অপেক্ষা বিজেপির প্রথম লিস্টে আর কী কী চমক থাকে ।  


এদিনের বৈঠকে মোদির সঙ্গে ব্রেন-স্টর্মিং সেশনে ছিলেন যোগী আদিত্যনাথ, দেবেন্দ্র ফড়ণবীস, পুষ্কর সিং ধামি ,  প্রমোদ সবন্ত প্রমুখ।  এখনও দিন ঘোষণা হয়নি লোকসভা ভোটের। তবে সবকিছু ঠিকঠাক চললেন, এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন হতে পারে।  তবে নির্বাচন কমিশন দিন ঘোষণার আগেই প্রার্থী তালিকাটা চূড়ান্ত করে ফেলতে চায় বিজেপি। এতে করে চাপে রাখা যেতে পারে 'ইন্ডিয়া' জোটকে। 


বিজেপি চাইছে, মার্চের মধ্যে কমপক্ষে ৫০ শতাংশ প্রার্থীর নাম ঘোষণা করে দিতে। ২০১৯ সালেও এই স্ট্র্যাটেজিতে চলেছিল নরেন্দ্র মোদির দল।  ভোটের তারিখ ঘোষণার আগে, ২১ মার্চ তারিখে, ১৬৪ জন প্রার্থীর নাম প্রকাশ করে দিয়েছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Sandeshkhali Situation: গ্রেফতার শেখ শাহজাহান, আতসবাজি ফাটিয়ে আবির খেলে উৎসব সন্দেশখালিতে