শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : হাতে আর কালকের দিনটা। হটস্পট কোচবিহার (Coochbehar)। একদিকে কোচবিহারের ভেটাগুড়িতে তৃণমূলের প্রচার গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । অন্যদিকে, শীতলকুচিতে তৃণমূলের অস্থায়ী কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। Lok Sabha Election 2024


উত্তপ্ত শীতলকুচি - 


নির্বাচনের মুখে ফের উত্তপ্ত শীতলকুচি। জ্বালিয়ে দেওয়া হল তৃণমূলের অস্থায়ী কার্যালয়। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনাটি ঘটেছে শীতলকুচির শিববাড়ি এলাকায়। 


গতকাল শিববাড়িতে তৃণমূলের একটি পথসভা ছিল। পথসভা সেরে বাড়ি ফেরার পর রাত আনুমানিক ১০টা নাগাদ তৃণমূলের অস্থায়ী কার্যালয়ে অগ্নিকাণ্ডের অভিযোগ ওঠে। এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ দু'জনকে আটক করে। এই বিষয়ে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ বলেন, 'গতকাল শিববাড়িতে নির্বাচন উপলক্ষে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার সমর্থনে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় সাধারণ মানুষের অংশগ্রহণ যথেষ্ট সাড়া ফেলেছে। বিজেপি তা সহ্য করতে না পেরে তৃণমূলের অস্থায়ী বসার জায়গায় আগুন ধরিয়ে দিয়েছে।' এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান তৃণমূল নেতৃত্ব।


যদিও অভিযোগ অস্বীকার করেছেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেণচন্দ্র বর্মণ। তিনি বলেন, 'নিজেদের পার্টি অফিসে নিজেরা আগুন লাগিয়ে দিয়ে অভিনয় করছে তৃণমূল। এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত নয়। আমাদের অপবাদ দেওয়ার চেষ্টা করছে। আগামী ১৯ এপ্রিল ভোটের বাক্সে তার যোগ্য জবাব দেবে জনতা।' 


অশান্তি ভেটাগুড়িতেও-


বুধবার প্রচারের শেষ দিনেও বাদ গেল না অশান্তি। অভিযোগ দিনহাটার ভেটাগুড়িতে বিজেপি কর্মীরা চড়াও হয়ে তৃণমূলের গাড়ি ভাঙচুর করে। তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করা হয়। ২ কর্মীর আঘাত গুরুতর হওয়ায় তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলার পরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহর নেতৃত্ব থানার সামনে অবস্থানে বসেন তৃণমূল কর্মীরা।


আরও পড়ুন ; প্রথম দফার ভোটে কমিশনের নজরে কোচবিহার, নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।