আগরতলা : উত্তর-পূর্বের (North-East) ৩ রাজ্যে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। প্রাথমিক যে প্রবণতা দেখা যাচ্ছে, সেখানে অ্যাডভান্টেজ বিজেপি। ত্রিপুরায় (Tripura) ক্ষমতা দখলের ব্যাপারে ফেভারিট তারাই বলে উঠে আসছে। ত্রিপুরায় বিজেপি (BJP) ও আইপিএফটি (Indigenous People's Front of Tripura) জোট এগিয়ে ৪০ টি আসনে। এদিকে, ত্রিপুরায় তিপ্রামথা এগিয়ে ১০ টি আসনে এবং ত্রিপুরায় বাম-কংগ্রেস জোট এগিয়ে ১২ টি আসনে।


এদিকে, নাগাল্যান্ডে (Nagaland) বিজেপি এগিয়ে ৩১টি আসনে। এনপিএফ এগিয়ে ৮টি আসনে। পাশাপাশি মেঘালয়ে এনপিপি এগিয়ে ২০টি আসনে। মেঘালয়ে বিজেপি এগিয়ে ১০টি আসনে। মেঘালয়ে ১০ আসনে তৃণমূল এগিয়ে। মেঘালয়ে কংগ্রেস এগিয়ে ৫টি আসনে। মেঘালয়ে (Meghalaya) তৃণমূল (TMC) একাধিক আসনে এগিয়ে থাকায় আপাতত নজরে অন্য একটি সমীকরণ, মেঘালয়ে কি খাতা খুলতে পারবে এরাজ্যের শাসকদল। প্রসঙ্গত, গণনা শুরুর প্রথম ঘণ্টায় যে প্রবণতা দেখা গিয়েছে, তার ভিত্তিতেই তিন রাজ্যের ফলাফলের ভিত্তির আপডেট রয়েছে এই খবরে। 


নজরে ত্রিপুরা


ত্রিপুরা বিধানসভায় ৬০টি আসন। ম্য়াজিক ফিগার ৩১। ২০১৮ সালের বিধানসভা ভোটে, আড়াই দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে, ৪৪টি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি-IPFT জোট। সিপিএম পেয়েছিল ১৬টি আসন। এবার কী হবে ? প্রাথমিক প্রবণতা বলছে ফল যেতে পারে গেরুয়া শিবিরের পক্ষেই। সকাল ৮ টা থেকে ২১ টি গণনা কেন্দ্রে গণনা শুরু হয়েছে। ৬০টি কেন্দ্রের জন্য ৬০টি আলাদা আলাদা কাউন্টিং হল। প্রতিটি গণনা কেন্দ্র ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। 


মেঘালয়ে খাতা খুলতে পারবে তৃণমূল ?


এদিকে, মেঘালয় বিধানসভা ভোটের ফলের দিকেও নজর রয়েছে বঙ্গবাসীর। কারণ এই রাজ্য়ে বারবার প্রচারে গেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মেঘালয় বিধানসভাতেও মোট আসন ৬০টি। ম্য়াজিক ফিগার ৩১। ২০১৮ সালের বিধানসভা ভোটে মেঘালয়ে NPP পেয়েছিল ২০টি আসন। কংগ্রেস পেয়েছিল ২১টি আসন। বিজেপি জিতেছিল ২টি আসনে। অন্য়ান্য় দলের ঝুলিতে গেছিল ১৭টি আসন। 


পাশাপাশি ৬০ আসনের নাগাল্য়ান্ড বিধানসভার ভোটে, ২০১৮ সালে নাগাল্যান্ড পিপলস ফ্রন্ট বা NPF পেয়েছিল ২৬টি আসন। ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি বা NDPPর সঙ্গে জোট BJP’র। তার মধ্যে NDPP পেয়েছিল ১৮টি আসন এবং বিজেপি ১২ ।  কংগ্রেসের হাত শূন্য ছিল। অন্যান্য দল ৪টি আসন পেয়েছিল। 


সরাসরি দেখুন- কার দখলে ত্রিপুরা? পদ্মফুল ফুটবে নাকি কাস্তে-হাতুড়ির ঝড়? ভোটগণনার সব আপডেট