মোদির এই মন্তব্যের জবাবে টুইঙ্কলের ট্যুইট, ‘আমি এটিকে ইতিবাচক হিসেবেই দেখছি। প্রধানমন্ত্রী শুধু আমার অস্তিত্বের কথাই জানেন না, তিনি আমার কাজকর্মের উপরেও নজর রাখেন।’
ট্যুইটারে মাঝেমধ্যেই বিজেপি-র সমালোচনা করেন টুইঙ্কল। গত রবিবার তিনি ট্যুইট করে মথুরার বিজেপি প্রার্থী হেমা মালিনীর ট্রাক্টরে পাখা লাগানোর সমালোচনা করেন। সেই কারণেই অক্ষয়ের সঙ্গে কথোপকথনের সময় তাঁর স্ত্রীর কথা উল্লেখ করেন মোদি। তিনি একটি ট্যাবলেট হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মিম দেখিয়ে বলেন, ‘সোশ্যাল মিডিয়ার সবচেয়ে ভাল দিক হল, আমি সাধারণ মানুষের চিন্তা-ভাবনা বুঝতে পারি। আমি মিম উপভোগ করি। আমি সৃজনশীলতার দিকটি দেখি।’