চেন্নাই: বিগত এগারো বছরে তিন তিন বার চ্যাম্পিয়ন হওয়া। ২০১৬ আর ২০১৭ সাল বাদ দিলে প্রতিবারই প্লে অফে থাকা। নির্বাসন থেকে ফিরেই চ্যাম্পিয়ন হওয়া এবং চলতি মরশুমেও ধারাবাহিক পারফরম্যান্স করে যাওয়া। সাফল্যের নিরিখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের ধারে কাছে নেই আর কোনও দল। একই রকম ভাবে ভারতের সবথেকে জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগে সাফল্যের শীর্ষে রয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও। মঙ্গলবার ঘরের মাঠে হায়দরাবাদকে হারিয়ে এবারও কার্যত প্লে অফ নিশ্চিত করে ফেলেছে তাঁরা। ১১ ম্যাচের মধ্যে ৮টি-তে জিতে ১৬ পয়েন্ট এসেছে চেন্নাইয়ের ঝুলিতে। তাঁরাই লিগ তালিকায় শীর্ষে। এবারও তাঁদের ‘গ্র্যান্ড ফিনালে’-তে দেখছে অনেকেই। এই পরিস্থিতিতে একটাই প্রশ্ন ওয়াকিবহাল মহলে সব থেকে বেশি চর্চায়, এই সাফল্যের আসল মন্ত্রটা কী?
সুপার কুল ক্যাপ্টেন বলছেন, সাফল্যের মন্ত্রটা খোলসা করে দিলে নাকি তিনি আইপিএল নিলামে ‘আনসোল্ড’ থেকে যাবেন। চেন্নাইয়ের সাফল্যের চাবিকাঠি কী, সেটা জানিয়ে দিলে কেউ তাঁকে কিনবে না! ২০১০, ২০১১ ও ২০১৮ সালের আইপিল জয়ী চেন্নাই অধিনায়ক বলছেন, “আমি যদি সবাইকে এটা (চেন্নাইয়ের সাফল্যের মন্ত্র) জানিয়ে দিই, তাহলে আমাকে আর কেউ কিনবে না। এটা একেবারেই গোপনীয়।”
মঙ্গলবার চিপক স্টেডিয়ামে হায়দরাবাদের বিরুদ্ধে ৬ উইকেটে জিতেছে চেন্নাই। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অজি তারকা শেন ওয়াটসন। তাঁর ৯৬ রানের ইনিংসের সুবাদেই জয় সহজ হয় চেন্নাইয়ের। যদিও মাহি বলছেন, এই সাফল্যের পিছনে রয়েছে লাখো লাখো ক্রিকেট প্রেমীর সমর্থন, আশীর্বাদ। চলতি মরশুম মিলিয়ে এখনও পর্যন্ত ১৫৫টি ম্যাচ খেলেছে সিএসকে। তার মধ্যে ৯৭টি ম্যাচেই জয় পেয়েছে ‘চেন্নাই এক্সপ্রেস’। হার হয়েছে ৫৭টি ম্যাচে। উপরি পাওনা, ফর্মে আছেন মাহি। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত ৩১৪ রান করেছেন তিনি। গড় একশোর ওপরে। স্ট্রাইকরেট ১৩৭.১১। বিশ্বকাপের আগে মাহির এই পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই খুশি দেশের ক্রিকেট মহল।