সমীরণ পাল ও আশিস বাগচী, উত্তর ২৪ পরগনা: ফ্লেক্সে লেখা বিজেপি (BJP) এবং কংগ্রেসের (Congress) প্রার্থীর নাম। পাশে লেখা জোট প্রার্থী। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বনগাঁর (Bangaon) সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের এই ছবি, ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এনিয়ে ফেসবুক পোস্টে আক্রমণ করেছেন দেবাংশু ভট্টাচার্য (TMC)। জবাব দিয়েছে কংগ্রেস ও বিজেপি।
কী ঘটেছে?
মমতা বন্দ্য়োপাধ্য়ায় যখন বাম-কংগ্রেস-বিজেপির মহাঘোঁটের অভিযোগ তুললেন, তখনই ফেসবুক পোস্টে বিস্ফোরক দাবি করলেন, তৃণমূলের সোশাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। ফেসবুকে এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, 'অধীরবাবু, সোনিয়া গান্ধী জানেন যে লুকিয়ে লুকিয়ে তাঁর শত্রুর সঙ্গে রাজনৈতিক প্রেমে মত্ত হয়েছেন? প্রেম করলে মা'কে জানিয়ে করতে হয়...পরকীয়া ধরা পরার স্থান: সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত, বনগাঁ পঞ্চায়েত সমিতি, বাগদা বিধানসভা।' উত্তর ২৪ পরগনার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার, ২৫০ নম্বর বুথে ভোটার সংখ্যা বেশি হওয়ায় পঞ্চায়েতে দুটি প্রার্থী। একটি কেন্দ্রের বিজেপি প্রার্থী শিল্পী বালা। এখানে কংগ্রেসের কোনও প্রার্থী নেই। অন্য কেন্দ্রের কংগ্রেস প্রার্থী পবিত্র সর্দার। এখানে আবার নেই কোনও বিজেপি প্রার্থী। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ফ্লেক্সের ছবি। যেখানে দেখা যাচ্ছে, দুই দলের দুই প্রার্থীর নাম। লেখা রয়েছে জোট প্রার্থী। গ্রামে গেলেও চোখে পড়েছে দু-দলের পাশাপাশি দেওয়াল লেখা। কংগ্রেস-বিজেপি গোপন আঁতাঁত? তৃণমূলের বিস্ফোরক অভিযোগ এমনই। যদিও পাল্টা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। জবাব এসেছে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার তরফেও। তিনি বলেন, 'জোট হয়নি। নো ভোট টু মমতা হতে পারে।' সব মিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে, ততই সমঝোতা, আঁতাঁতের মতো শব্দবন্ধে পরস্পরকে আক্রমণের ধার আরও বাড়ছে।
আক্রমণ শুভেন্দুর...
সিপিএমকে এদিনই জাঙ্গিপাড়ার মিটিং থেকে সেটিং অপোজিশন বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। সিপিএমের সঙ্গে কংগ্রেসকেও আক্রমণ শানান বিরোধী দলনেতা। 'হাজার হাজার কোটি নয়ছয় করেছে তৃণমূল, কেউ কিচ্ছু পায়নি'। 'আমফান থেকে বিভিন্ন প্রকল্পের টাকা দিচ্ছে কেন্দ্র, কেউ কিচ্ছু পায়নি'। কংগ্রেস-সিপিএমের সঙ্গে তৃণমূলের সেটিংয়ের অভিযোগে সরব হন শুভেন্দু। সঙ্গে আরও বলেন, 'বিজেপি জানে কেষ্টর মতো গুন্ডাকে কী ভাবে সোজা করতে হয়', একই সভা থেকে হুঙ্কার দেন বিরোধী দলনেতা। সঙ্গে এও মনে করান, তুমুল ভয় সত্ত্বেও বিজেপি প্রার্থীরা এগিয়ে এসেছেন। তবে ভোটগণনার পরেও কেউ হামলা করলে তার দায়িত্ব তিনি নেবেন, আশ্বাস শুভেন্দুর।
আরও পড়ুন:উলুবেড়িয়া ১ নম্বরের বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে