অমিত জানা, কেশিয়াড়ি: ভোট শুরুর আগে উত্তপ্ত কেশিয়াড়ি বিধানসভার বেগমপুর এলাকা। বিজেপির পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে, ভোট শুরুর আগে পুরুলিয়া শহরে তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ২ জন তৃণমূল কর্মী আহত হন। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। 


শুরু হয়ে গেল বঙ্গের মহারণ বিধানসভা ভোট। উনত্রিশ এপ্রিল পর্যন্ত আট দফায় ভোট গ্রহণ চলবে। আজ প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ। এর মধ্যে তেইশটা আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটা আসন পূর্ব মেদিনীপুরে। আর ভোট শুরুর সঙ্গে সঙ্গে দিকে দিকে অশান্তির ছবি। কোথাও প্রার্থী আটকে বিক্ষোভ, আবার কোথাও মারধরের ছবি। অশান্তি থামাতে গিয়ে বোমার আঘাতে জখম পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তী-সহ ২। 


কেশিয়াড়িতে উত্তেজনার মাঝেই আজ সকালে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে ভোট শুরুর আগে শালবনিতে উত্তেজনা। কেউদি জামবনি গ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এর আগে শালবনি বিধানসভার গড়বেতা ৩ নম্বর ব্লকের ২০টি বুথে সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বাম প্রার্থী। এজেন্ট বসানোকে কেন্দ্র করে শালবনির শুইমাদহ প্রাথমিক স্কুলে তৃণমূল এজেন্টদের সঙ্গে বচসাও বাধে তাঁর।


কাঁথি দক্ষিণ বিধানসভার সিরিয়া এলাকায় বিজেপি কর্মীদের মারধর, হুমকির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত হন ২ বিজেপি কর্মী। পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যান এক তৃণমূল কর্মী। যদিও হামলা-যোগ অস্বীকার করেছে শাসকদল। এগরায় বহিরাগতদের আশ্রয় দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূল প্রার্থীর অভিযোগ, বিজেপির তরফে বহিরাগতদের এনে এগরা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। এনিয়ে রাত থেকেই উত্তেজনা ছড়ায়। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে তৃণমূল। বহিরাগতদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।