কলকাতা: আর কিছুক্ষণের অপেক্ষা। ঘোষণা হবে ভবানীপুর উপনির্বাচনের ফল। ভবানীপুর কেন্দ্রের ভোট গণনা হবে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। ২১ রাউন্ড গণনা হবে এখানে। ভবানীপুরে ভোটের ফল যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ এখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭.০৯ শতাংশ। 


মুর্শিদাবাদের জঙ্গিপুর পলিটেকনিক কলেজে ভোট গণনা হবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের। জঙ্গিপুর বিধানসভা আসনে লড়াই হয়েছে ত্রিমুখী। গড় ধরে রাখার চ্যালেঞ্জ প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের। তৃণমূলের জাকির হোসেনের বিরুদ্ধে বিজেপির প্রার্থী সুজিত দাস। বাম প্রার্থী জানে আলম মিয়া। কতটা দাঁত ফোটাতে পারবে বাম-বিজেপি? ২৬ রাউন্ডের গণনায় নজর রাজ্যের। এই কেন্দ্রে ভোট পড়েছে ৭৭.৬৩ শতাংশ। মুর্শিদাবাদের আরেক বিধানসভা কেন্দ্র সামশেরগঞ্জে লড়াই চতুর্মুখী। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে বিজেপির প্রার্থী মিলন ঘোষ। ময়দানে আছেন কংগ্রেসের জইদুর রহমান ও বামেদের মোদাস্সর হোসেন। সামশেরগঞ্জে ২৪ রাউন্ড গণনা হবে। এই কেন্দ্রে ভোট পড়েছে ৭৯.৯২ শতাংশ। 


আরও পড়ুন: হিংসা রুখতে কলকাতা পুলিশকে কঠোর নির্দেশ দিন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি প্রিয়ঙ্কার


প্রসঙ্গত, গত ৭ এপ্রিল, সপ্তম দফায় ভোট হয় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ২৮ হাজার ৭১৯ ভোটে হারান বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে। ৫ মাসের মধ্যে সেই ভবানীপুরেই উপ নির্বাচন। ভোটের ফলাফলে তৃণমূল সরকারের ওপর কোনও প্রভাব না পড়লেও, মুখ্যমন্ত্রিত্বের দিক থেকে এই ভোটের ফল যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ এখানে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সিপিএমের হয়ে লড়ছেন শ্রীজীব বিশ্বাস। ৩০ সেপ্টেম্বরের উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৫৫ শতাংশ। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট পড়েছিল এর থেকে অনেকটাই বেশি। 


২০১১ থেকে ২০২১, দশবছর ধরে ভবানীপুর বিধানসভা কেন্দ্র একটানা তৃণমূলের দখলে। তবে এই একদশকে ভবানীপুরে বিজেপির প্রাপ্ত ভোটের হার অনেকটাই বেড়েছে। এবার উপনির্বাচনে কী হবে? বাজিমাত করবে কে? সেটা জানা যাবে এবারও কি সেই ধারা বজায় থাকবে? উত্তর মিলবে আজই।