WB By-election 2022 Live : দিনের শেষে বালিগঞ্জে ৪১.১০ শতাংশ, আসানসোলে ৬৪.০৩ শতাংশ ভোট পড়ল, জানালেন পার্থ

Ballygunge and Asansol By-Poll Live Updates: চোখ রাখুন উপনির্বাচনের প্রতি মুহূর্তের খবরের আপডেটে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 12 Apr 2022 07:08 PM

প্রেক্ষাপট

বালিগঞ্জ ও আসানসোল : আজ আসানসোল (Asansol) লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ (Ballygung) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। আসানসোলে ভোটের নিরাপত্তায় থাকছে ১২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। ৫১ শতাংশ বুথে থাকবে ওয়েব...More

Ballygunge By Election Live: দিনের শেষে বালিগঞ্জে ৪১.১০ শতাংশ, আসানসোলে ৬৪.০৩ শতাংশ ভোট পড়ল, জানালেন পার্থ

উপনির্বাচনে দিনের শেষে বালিগঞ্জে ভোট পড়েছে ৪১.১০ শতাংশ। আসানসোলে ৬৪.০৩ শতাংশ ভোট পড়েছে বলে জানালেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।