সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নিমতায় বৃদ্ধার মৃত্যুর ঘটনায় নতুন মোড়।  গতকাল রাতে নিমতা থানায় খুনের অভিযোগ  দায়ের করেছেন দমদম উত্তরের বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার।  এই ঘটনায় ৫ তৃণমূল কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন তিনি। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে।  যদিও পুলিশি তদন্তে বেশ কিছু অসঙ্গতি ও প্রশ্ন উঠে আসছে বলে সূত্রের খবর।  বৃদ্ধা শোভা মজুমদারকে বেসরকারি হাসপাতাল থেকে কেন তড়িঘড়ি বাড়িতে নিয়ে যাওয়া হল?  সৎকারে পর কেন দায়ের করা হল খুনের অভিযোগ?  পুলিশি তদন্তে এ সবই খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।  গত ২৭ ফেব্রুয়ারি বিজেপি কর্মী গোপাল মজুমদার ও তাঁর ৮০ বছরের মা শোভা মজুমদারকে তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ বিজেপির।  ঘটনায় ৫ তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হলেও তাঁরা পরে জামিন পেয়ে যান।  ওই পাঁচ কর্মীর বিরুদ্ধেই খুনের অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী।  গতকালই মৃত্যু হয় শোভা মজুমদারের।


নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যু হয় রবিবার ভোররাতে।  দ্বিতীয় দফা ভোটের আগে তা নিয়ে যুযুধান বিজেপি আর তৃণমূল। ডেথসার্টিফিকেট নিয়ে বিতর্ক তুঙ্গে। বিজেপির চিকিৎসক প্রার্থীর দেওয়া ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে মারধরজনিত আঘাতকে দায়ী করা হয়েছে। তার বিরোধিতা করে মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল।


২৬ ফেব্রুয়ারি রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার দিন, গভীর রাতে নিমতার বিজেপি কর্মী গোপাল মজুমদারের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে। গোপাল মজুমদারের সঙ্গে তাঁর আশি বছরেরও বেশি বয়সী মা শোভা মজুমদারকেও পেটানো হয় বলে অভিযোগ।এক  মাসের মাথায় রবিবার ভোররাতে নিমতায় নিজের বাড়িতে মারা যান তিনি।


বৃদ্ধার ডেথ সার্টিফিকেটের ওপরে লেখা চিকিৎ‍সক অর্চনা মজুমদারের নাম। বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়িতে যান তিনি।


অর্চনা এবারের ভোটে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী। চিকিৎ‍সক তথা বিজেপি প্রার্থীর ইস্যু করা এই ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে শরীরে একাধিক জায়গায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ, শরীরের ভিতরে আঘাতকে উল্লেখ করা হয়েছে।


এছাড়াও ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে, আহত হওয়ার পর বৃদ্ধা এক মাস ধরে ট্রমায় ছিলেন!


তৃণমূল নেতা   ফিরহাদ হাকিম বলেন, যেভাবে ডেথ সার্টিফিকেট লেখা হয়েছে,  মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে, তা  দুঃখজনক। পরিবার বলেছিল... মৃত্যুতে রাজনীতি নেই। তারপরেও বিজেপি বিভিন্ন জায়গাতে মৃত্যু নিয়ে রাজনীতি করছে।


 


মৃতার দেহ বিজেপি পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর দেহ নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন হয়।বিশেষজ্ঞদের প্রশ্ন, অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত আবশ্যিক, এক্ষেত্রে তা না করেই, কেন দেহ দাহ করা হল?


২৬ ফেব্রুয়ারি নিমতায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে। তার ৫ দিনের মাথায় ৪ মার্চ এই মামলায় দুটি চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে ৫ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪টি ধারায় মামলা রুজু হয়।অভিযুক্তরা আত্মসমর্পণ করে আদালতে আগাম জামিন নেন।