কলকাতা: বাংলায় গুন্ডারাজ আর তোলাবাজি শেষ করে আসল পরিবর্তন নিয়ে আসতে হবে। প্রথম দফা ভোট গ্রহণের আগে আজ, মঙ্গলবার ফের ভোটপ্রচারে এসেছেন জেপি নাড্ডা। আর বাংলায় প্রচারে এসে ফের রাজ্য সরকারকে তোপ দাগেন তিনি। শুধু রাজ্য সরকারই নয়, একযোগে তিনি বাম, কংগ্রেসকেও আক্রমণ করেছেন তিনি।


কুশপাতা থেকে ঘাটাল বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো ছিল জেপি নাড্ডার।  কিন্তু সময়ের অভাবে ঘাটাল স্টেডিয়াম পর্যন্ত রোড শোতে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। রোড শো শেষে তিনি  বলেন, আমফানে তৃণমূল টাকা লুটেছে। লক ডাউনের চাল চুরি করেছে। মহারাষ্ট্রে একই পন্থা অবলম্বন করেছিল এখন ওখান থেকে জোগাড় করে কোনও রকমের সরকার চালাত। এখানে সিপিএম ,কংগ্রেস, তৃণমূল একজোট হয়ে সরকার তৈরি করার চেষ্টা করছে বলেও আক্রমণ করেন তিনি।


এদিকে ভোটের ৩ দিন আগে বঙ্গ সফরে এসে ফের দুর্নীতি ইস্যুতে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি ইস্যুতে ফের তৃণমূলকে আক্রমণ করলেন অমিত শাহ। পাল্টা বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেই সরব হয়েছে তৃণমূল। মহিলা ভোট নিজেদের দিকে টানতে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে জোর লড়াই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দিদি মহিলাদের সংরক্ষণ দিয়েছে? বিজেপি সরকার এলে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। সরকারি চাকরিতে দেওয়া হবে। মহিলাদের কেজি থেকে পিজি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা।


অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জনসভায় ফের অমিত শাহর মুখে উঠে এল ভাইপো-প্রসঙ্গ। ঘূর্ণিঝড় আমফানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। প্রথম দফার ভোটের তিন দিন আগে তৃণমূলের সেই শক্তঘাঁটিতে দাঁড়িয়েই, অমিত শাহর গলায় উঠে এল সেই ভাইপো প্রসঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোদিজি অনেক টাকা পাঠাচ্ছেন। মোদি জি টাকা পাঠিয়েছেন, কোনও টাকা পেয়েছেন? ভাইপো অ্যান্ড কোম্পানি সেই টাকা খেয়ে নিয়েছে। সেই টাকা যে চুরি করেছে সিট তৈরি করে তাদের জেলে ঢোকানো হবে।