পুণে: ক্রুণাল মাত্র ১৬ বলে হাফ-সেঞ্চুরি করেন। অভিষেককারী কোনও ব্যাটসম্যানের ওয়ান ডে ক্রিকেটে এটিই দ্রুততম হাফ-সেঞ্চুরি।



অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি ৷ যে কোনও ক্রিকেটারের কাছেই খুব স্পেশাল ৷ পুণেতে নিজের অভিষেক ম্যাচে দ্রুততম হাফ-সেঞ্চুরি করে আবেগে কেঁদেই ফেললেন ক্রুণাল পাণ্ড্য ৷ ওপেনার শিখর ধাওয়ানের অসাধারণ ৯৮ রানের ইনিংস এবং অধিনায়ক বিরাট কোহলির ৫৬ রানের ইনিংসে ভর করে ভারত বড় রানের লক্ষ্য নিয়ে এগোচ্ছিল। এমন সময়ে প্রথমে কোহলি, তারপর ধাওয়ান এবং হার্দিকের উইকেট পরপর অল্প রানের ব্যবধানে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। এরপরই দলের ব্যাটিংয়ের হাল ধরেন ক্রুণাল ৷


[tw]



অভিষেক ম্যাচেই দুর্দান্ত হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের স্কোরকে তিনশোর গণ্ডী টপকাতে সাহায্য করেন ক্রুণাল ৷ মাত্র ১৬ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি ৷ ডেবিউ ম্যাচে এটাই কোনও ব্যাটসম্যানের দ্রুততম হাফ-সেঞ্চুরি ৷ দুর্দান্ত ইনিংস খেলে ফেরার পর ভাই হার্দিককে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন ক্রুণাল পাণ্ড্য ৷ কিছুদিন আগেই বাবাকে হারান ক্রুণাল এবং হার্দিক ৷ মঙ্গলবার পুণেতে ওয়ান ডে-তে নিজের অভিষেক ম্যাচেই দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করে কান্নায় ভেঙে পড়েন ক্রুণাল ৷ দাদার আবেগ দেখার পর নিজেকে আর ধরে রাখতে পারেন নি হার্দিক পাণ্ড্যও। মাঠের ধারে চেয়ারে বসেই কেঁদে ফেলেন তিনি। সেই সময় তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন পাশে বসে থাকা সূর্য কুমার যাদব।